<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দৈনন্দিন খাদ্যপণ্য প্রান্তিক আয়ের মানুষের হাতের নাগালে নিয়ে এসে ভোক্তাদের সুবিধার জন্য এই ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। ন্যায্য মূল্যের দোকানটিতে বর্তমানে একজন ক্রেতা ১১০ টাকায় দুই কেজি আলু, ১৩০ টাকায় দুই কেজি পেঁয়াজ ও ৯০ টাকায় দুই হালি ডিম ক্রয় করতে পারবেন।</span></span></span></span></span></p>