<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও উদ্যোক্তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার কারণে কমতে শুরু করেছে সবজি ও ডিমের দাম। ভোক্তারা বলছেন, যে কাজ প্রশাসনের করার কথা সেটি শিক্ষার্থী ও বিভিন্ন ব্যক্তি করছেন। প্রশাসনের ওপর নির্ভরশীল না হয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে এভাবে যে যার অবস্থান থেকে সক্রিয় থাকতে হবে, তাহলে দেশে কোনো সিন্ডিকেট অন্যায্যভাবে সাধারণ মানুষের পকেট কাটতে পারবে না।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২১ অক্টোবর থেকে নগরীর ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্য মূল্যে সবজি বিক্রি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরদিন কৃষি ওএমএস কার্যক্রম শুরু করে কৃষি বিপণন অধিদপ্তর এবং নগরের বহদ্দারহাট পুকুরপারের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এরপর ২৪ অক্টোবর ছয়টি সেলস সেন্টারে সবজিসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে জেলা প্রশাসন। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে দ্রব্যমূল্যের লাগাম টানতে গঠিত টাস্কফোর্সও বাজার তদারকি করছে নিয়মিত। নানামুখী এমন উদ্যোগের চাপ পড়েছে কাঁচাবাজারে। দাম কমেছে সবজির। উপজেলা পর্যায়েও শুরু হয়েছে কৃষক বাজার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পতেঙ্গা এলাকায় সবজি কিনতে আসা মো. রোকন নামের একজন বললেন, পতেঙ্গা এলাকার অধিকাংশই শ্রমিক। তাদের পাশে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন। বৈষম্যবিরোধী সরকারের সহযোগী শিক্ষার্থীদের কাছে এটাই কাম্য ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়েশা আকতার লাবনী নামের আরেক ক্রেতা বলেন, প্রত্যেক এলাকায় এমন সামাজিক সংগঠন প্রয়োজন। যারা সিন্ডিকেট ভাঙতে সব সময় প্রস্তুত থাকবে। এমন উদ্যোগ আরো চায় সাধারণ মানুষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে নগরীর চকবাজার, বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজারের কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের ব্যবধানে চট্টগ্রামে সব ধরনের সবজির দাম কমছে। আর ডিম প্রতি ডজনে কমেছে ১৫-২০ টাকা। অক্টোবরের শুরুতে কাঁচা মরিচের কেজি ছিল ৫০০ টাকার কাছাকাছি। এখন একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০-১৮০ টাকায়।</span></span></span></span></p>