<p style="text-align:justify">এক কোরাল মাছেই মহাখুশি সাতক্ষীরার শ্যামনগরের জেলে আকবর আলী। হবেনই বা না কেন, তার জালে ধরা পড়েছে সাগরের ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের কোরাল মাছ। যার দাম উঠেছে তিন লাখ টাকার বেশি।</p> <p style="text-align:justify">জেলের নিজ বাড়িতে আজ শনিবার সকাল থেকে মাছটি কেনার জন্য চলে দর-কষাকষি। বিকেলে তা ক্রয় করেন এক মাছ ব্যবসায়ী। খুলনা, কয়রা ও শ্যামনগর থেকে মাছ ব্যবসায়ীদের কয়েকটি দল আসে মাছটি কিনতে।</p> <p style="text-align:justify">অবশেষে ৩ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয় মাছটি। মাছটি ক্রয় করেন শ্যামনগর উপজেলার সোনার মোড় এলাকার আব্দুস সাত্তার নামের মাছ ব্যবসায়ী।</p> <p style="text-align:justify">জেলে আকবর আলী মোড়ল বলেন, ‘এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। আমি মহাখুশি।’</p> <p style="text-align:justify">গত বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় বিশাল আকৃতির এই কোরাল মাছটি ধরা পড়ে।</p> <p style="text-align:justify">এই মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়। বিদেশিরা স্যুপ তৈরি করে, যেটি খুব জনপ্রিয়। জাপান, সুইজারল্যান্ড, চীন, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই মাছের ফুলকা।</p>