<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশালত্ব, সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এক অপূর্ব মেলবন্ধন হলো সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের বেশির ভাগ অংশ বিস্তৃত। ভারতের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়ও পড়েছে এই বনের কিছু অংশ। সব মিলিয়ে আয়তন প্রায় ৯ হাজার ৪৫৮ বর্গকিলোমিটার। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সাধারণত যে বন সমুদ্রের নোনা পানিতে কিছু সময় ডুবে থাকে, সেটাই ম্যানগ্রোভ বন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুন্দরবনের পরিচয় যেন এর নামেই লুকিয়ে আছে। সুন্দর শব্দটির অর্থ অপূর্ব বা মনোমুগ্ধকর, আর বন হলো বনাঞ্চল। সুন্দরীগাছের আধিক্যের কারণে এ নামকরণ হয়েছে বলে মনে করা হয়। তবে শুধু গাছ নয়, এই বনজুড়ে রয়েছে বন্য প্রাণীদের এক বৈচিত্র্যময় জগৎ। রয়েল বেঙ্গল টাইগার এই বনের প্রধান আকর্ষণ। এ ছাড়া এখানে চিত্রা হরিণ, কুমির, বানর, বনবিড়ালসহ নানা ধরনের বন্য প্রাণী দেখা যায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাখির মধ্যে রয়েছে মাছরাঙা, শকুন, বক, হাঁসসহ বহু প্রজাতি। প্রায় পাঁচ হাজার প্রজাতির উদ্ভিদ, ২৯০ প্রজাতির পাখি, ১২০ প্রজাতির মাছ, ৪২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩৫ প্রজাতির সরীসৃপ, আট প্রজাতির উভচর প্রাণীসহ ৪৫০ প্রজাতির প্রাণীর আবাসস্থল এখানে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুন্দরবনের গুরুত্ব শুধু এর জীববৈচিত্র্যে নয়, এ বনটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা থেকে রক্ষা করে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও সামুদ্রিক ঝড়গুলো সামলানোর জন্য সুন্দরবনের ভূমিকা অপরিসীম। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, অন্যদিকে এখানকার মানুষের জীবিকা নির্বাহেও সহায়তা করে। সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কয়েক লাখ। মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ, মৎস্য শিকার এবং পর্যটনের ওপর ভিত্তি করে অনেকের জীবিকা নির্বাহ হয়। প্রতিবছর হাজার হাজার পর্যটক সুন্দরবনের সৌন্দর্য দেখতে আসে। করমজল, কটকা, হিরণ পয়েন্টের মতো এলাকাগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দরবনে মোট ১০২টি দ্বীপ রয়েছে। এই বনের সবচেয়ে জনবহুল দ্বীপ গোসাবা, যার অবস্থান ভারতে। সুন্দরবনের জীববৈচিত্র্য আজ নানা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন, বেআইনি গাছ কাটা, পশু শিকার, শিল্প-কারখানার দূষণ এবং অনিয়ন্ত্রিত পর্যটন এ বনের পরিবেশ নষ্ট করছে। সুন্দরবনের আয়তনও দিন দিন কমে আসছে, যা পরিবেশের জন্য অশনিসংকেত।</span></span></span></span></span></p> <p style="text-align:right"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল সানি</span></span></strong></span></span></span></p>