<p>অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে আগামীতে কোনো নির্বাচন রাতের আঁধারে আর হবে না। নির্ভয়ে জনগণ দিনের আলোয় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735381604-30c01ffed2ce4d95c6ddcc31298e6dad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মামুনুল হক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/28/1462306" target="_blank"> </a></div> </div> <p>শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবু হুরায়রা দাখিল মাদরাসা মাঠে শীতার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p><br /> ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আয়না ঘরে একজন মানুষও থাকে নাই। কাউকে গুমও করা হয়নি। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। চিরকাল ক্ষমতায় থাকার মানসিকতা এদেশকে পিছিয়ে দিয়েছে। ক্ষমতায় গেলে বছরের পর বছর থাকতে হবে এবং কারচুপি করে ক্ষমতায় থাকার মানসিকতা আমাদেরকে এগুতো দেয়নি। আমরা এ সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির কর্মিসভায় বক্তব্য দিলেন ওসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735382684-751c62727e3ae6a55b74adfcbb9a538a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির কর্মিসভায় বক্তব্য দিলেন ওসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/28/1462308" target="_blank"> </a></div> </div> <p>ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জলাই বিপ্লব এটা একটি ঐতিহাসিক ঘটনা। এ বিপ্লবে হাজারের অধিক শহীদ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। আহত হয়ে যারা এখনো হাসপাতালে আছে আমি তাদেরকে দেখতে গিয়েছি। তাদের মধ্যে অনেকের চোখ নাই, অনেকের মুখ নাই, আবার অনেকের বুকের ভেতর গুলি। তারা যন্ত্রনায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাদের এই রক্ত বৃথা যেতে দেব না। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন রাশেদ খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/28/1735378466-0f31c2c2965e8da744e902791d9d101e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন রাশেদ খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/28/1462295" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন ও পার্বত্য জেলা বান্দরবানের লামায় আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া ধারাবাহিক সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রম। সচিবালয়ে আগুনের ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনেও কায়েমী স্বার্থবাদী চক্র যদি আবার দেশেকে অস্থিতিশীল করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। </p> <p>শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক।<br />  </p>