<p>হিলি বন্দরে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা। পাইকারিতে এখন প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম আরো কমে আসবে বলে দাবি করেছেন আমদানিকারকরা।</p> <p>হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর নাসিক গুজরাট বেলোরি জাতের পেঁয়াজ বেশি আমদানি করা হচ্ছে। পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। এক সপ্তাহ আগে হিলি বন্দর দিয়ে পাঁচ থেকে ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন সেখানে দ্বিগুণ পেঁয়াজ আমদানি হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ দাবি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735484480-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ দাবি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462733" target="_blank"> </a></div> </div> <p>পেঁয়াজ কিনতে আসা আইনাল আলী বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন বাজারে পাইকারি দরে সরবরাহ করি। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের প্রথম থেকেই কমতির দিকে ছিল। বর্তমানে পেঁয়াজের দাম কমতে কমতে এমন পর্যায়ে এসেছে, যা বলার মতো নয়। যে পেঁয়াজ এক সপ্তাহ আগেও ৬০ থেকে ৬৫ টাকা ছিল, সেই পেঁয়াজ এখন দাম কমে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গরুসহ পিকআপ ফেলে পালাল চোর, অতঃপর..." height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735483417-941f359cfc28745a850630e939c924fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গরুসহ পিকআপ ফেলে পালাল চোর, অতঃপর...</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/29/1462728" target="_blank"> </a></div> </div> <p>পেঁয়াজের বাজার এখন নিম্নমুখী উল্লেখ করে তিনি আরো বলেন, ব্যবসায়ীরা পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে ভয় পাচ্ছেন।এ ছাড়া শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজ আমদানিও বেড়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে।</p> <p>এদিকে ভারতে পেঁয়াজের সররবাহ বেড়ে যাওয়ায় দেশটির সরকার পণ্যটির যে ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে রেখেছিল, সেটিও প্রত্যাহারের কথা বিবেচনা করা হচ্ছে বলে ভারতীয় ব্যবসায়ীরা এ দেশের আমদানিকারকদের জানিয়েছেন। এমন তথ্য জানিয়ে আমদানিকারক মোবারক হোসেন বলেন, এই ন্যূনতম মূল্য প্রত্যাহার করা হলে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আরো বাড়বে। ফলে দাম আরো কিছুটা কমে আসতে পারে।</p>