<p>কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলার আসামি সুলতান আহম্মেদ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানী উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুলতান ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ, পাত্রী কে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735639850-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করলেন সোহেল তাজ, পাত্রী কে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/31/1463379" target="_blank"> </a></div> </div> <p>উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুলতান ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতের মাধ‌্যমে কু‌ড়িগ্রাম জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪০ বছর পর ছুটি নিলেন শিক্ষক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735623778-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪০ বছর পর ছুটি নিলেন শিক্ষক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/31/1463318" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত ২৭ ডি‌সেম্বর (শুক্রবার) সন্ধ‌্যায় উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকার তরুণ-তরুণীর প্রেম সংক্রান্ত ঘটনায় উলিপুর থানায় আপোষ মীমাংসার জন‌্য বৈঠকের আয়োজন করা হয়। বৈঠ‌কে বিএন‌পির দুই গ্রু‌পের বাকবিতণ্ডার এক পর্যা‌য়ে মারধ‌রের ঘটনা ঘ‌টে। এতে যুবদল নেতা আশরাফুল আলম ও রাজীব না‌মে অপর এক যুবদল নেতা আহত হন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক আশরাফুল আলম‌কে মৃত ঘোষণা ক‌রেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অশ্লীল ভিডিওর আগে ‘আ. লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল কমলাপুরের স্ক্রিনে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735631571-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অশ্লীল ভিডিওর আগে ‘আ. লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল কমলাপুরের স্ক্রিনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/31/1463343" target="_blank"> </a></div> </div> <p>আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের এক‌টি ব‌্যবসা প্রতিষ্ঠান ও দু‌টি বসতবা‌ড়ি‌তে অগ্নিসং‌যোগ ও ভাঙচুর ক‌রেন বিক্ষুব্ধরা।</p>