<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিককে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি টঙ্গীর বাসিন্দা ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।</p> <p>আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তার হন তিনি।</p> <p>পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রকে হত্যার ঘটনায় নিহত ছাত্রের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি গাসিকের কাউন্সিলর আবু বকর সিদ্দিককে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে উত্তরার জসীমউদ্দীন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৯ অক্টোবর কাউন্সিলর আবু বকর সিদ্দিককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশে সোপর্দ করে র‌্যাব। পরে থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।</p> <p>উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কাউন্সিলর আবু বকর সিদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুজুকৃত হত্যা মামলার এজাহারনামীয় আসামি। সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’</p>