<p>বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডায়মন্ডখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সৈয়দপুর শিক্ষার নগরীর পাশাপাশি খেলাধুলার নগরী। সৈয়দপুরে আমার নাড়ি পোতা রয়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের কারণে দীর্ঘদিন আপনাদের কাছে আসতে পারিনি। কণ্ঠরোধ করে রাখা হয়েছিল। এখন এ সব থেকে আমি, আপনি আমরা সবাই মুক্ত। আমি আপনাদেরই কন্যা, বোন হয়ে থাকতে চাই। কাজ করতে চাই এলাকার সার্বিক উন্নয়নে।’</p> <p>সোমবার (৩০ ডিসেম্বর) সৈয়দপুর রেলওয়ে মাঠে সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন তিনি। সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ টুর্নামেন্ট-২০২৪ (সিজন-২)-এর ক্রিকেটের মেগা ফাইনাল উপলক্ষে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুর এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন মনু।</p> <p>বেবী নাজনীন আরো বলেন, ‘আওয়ামী লীগের পতনে দেশবাসী স্বস্তি ফিরে পেয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব দেশবাসীর সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা উপস্থাপন করা। ৩১ দফা বাস্তবায়ন করা হলে আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’</p> <p>সংগীত সন্ধ্যায় বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। আর তাকে একনজর দেখতে এবং তার গান শুনতে দূর-দূরান্ত থেকে শত শত বিভিন্ন বয়সী নারী-পুরুষ সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হন।</p> <p>অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, যুগ্ম সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপি নেতা হাফিজ খান, জেলা যুব দলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্যসচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সাইদ, ছাত্রনেতা জিসান, সাবেক পৌর কাউন্সিলর সাবিয়া খাতুন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেট কিপার মোক্তার সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ কুতুব উদ্দিন, ক্রিকেট সংগঠক জুয়েল রেজা প্রমুখ।</p> <p>এর আগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর নয়াবাজারের বাসভবনে যান বেবী নাজনীন।</p>