পুকুরে পড়ে ছিল রাজমিস্ত্রির লাশ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
পুকুরে পড়ে ছিল রাজমিস্ত্রির লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধল্লায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিন উদ্দিন নামের (৪০) এক রাজমিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন
অন্তর্বর্তী সরকারকে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

অন্তর্বর্তী সরকারকে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মহিন উদ্দিন (৪০) ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। মহিন হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিনের মাথায় আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ সর্দার গ্রুপের লোকজন।

ওই এলাকায় প্রামাণিক ও সর্দার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলছিল। তারই জের ধরে পরিকল্পিতভাবে সর্দার গ্রুপের লোকজন প্রামানিক গ্রুপের মহিনকে হত্যা করেছে বলে অভিযোগ।
 
নিহতের স্বজনরা জানায়, পূর্বপরিকল্পিতভাবে মহিনকে হত্যা করে পুকুরে ফেলে রাখে সর্দার গ্রুপের লোকজন। তার  মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
সকাল ৭টার দিকে পুকুরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে সর্দার বংশের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ধলসা গ্রামের মাঠের মধ্যে মহিনের মরদেহ পড়ে ছিল। মরদেহে রক্তাক্ত আঘাত ও জখমের চিহ্ন রয়েছে।

এটা একটা হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে’

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
‘দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে’
সমাবেশ বক্তব্য রাখছেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে এই সমাবেশে অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আল সজল আলাল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শিকদার মো. লিটন।

সমাবেশে প্রধানবক্তা ছিলেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে। দেশ স্বাধীন করার জন্য তিনি যুদ্ধ করেছেন। শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন।

শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন। জিয়াউর রহমান যুদ্ধ করে তাকে (শেখ মুজিবুর রহমান) উদ্ধার করেছেন।’  

মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।

দেশে ১২ কোটি ভোটার, তার ভেতর ৭ কোটি ভোটার শ্রমিক।’ 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করতে দেওয়া যাবে না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সভাপতি মো. আ. হক ফরাজী। বিশেষ অতিথি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন লাল্টু প্রমুখ।
 

মন্তব্য
ঠাকুরগাঁও

মেডিক্যালে সুযোগ পাওয়া শ্রাবণী-মাসুমার পাশে র‍্যাব

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
মেডিক্যালে সুযোগ পাওয়া শ্রাবণী-মাসুমার পাশে র‍্যাব
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও থেকে মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী শ্রাবণী রায় ও মাসুমা আক্তার হিরার পাশে দাঁড়িয়েছে র‍্যাব। আজ দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁওয়ে মাসুমার বাড়িতে দুই কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে র‍্যাব-১৩। এসময় কৃতি দুই শিক্ষার্থী ও তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা, আর্থিক অনুদান ও একটি করে দুধের গাভী প্রদান করা হয়। 

আরো পড়ুন

ডাক্তার না হয়েও করতেন অপারেশন, জেল দিল ভ্রাম্যমাণ আদালত

ডাক্তার না হয়েও করতেন অপারেশন, জেল দিল ভ্রাম্যমাণ আদালত

 

এবারের মেডিক্যালের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা যশোর মেডিক্যাল কলেজ ও শ্রাবণী রায় রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তির অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এমন খবরে দারিদ্র্যতাকে জয় করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে মানবিক কাজের অংশ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব। 

র‍্যাবের এমন উপহার পেয়ে খুশি দুই কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবার। মাসুমা আক্তার হিরা বলেন, 'ছোট বেলায় বাবা হারিয়েছি।

মায়ের সংগ্রামে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। কলেজের ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে মায়ের দুশ্চিন্তার অভাব ছিল না। আজকে র‍্যাবের পক্ষ থেকে যা পেলাম তা দিয়ে অনেকটা দুশ্চিন্তা কমবে। স্বপ্ন পূরণের সারথী হওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আরো পড়ুন

নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু

নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু

 

শ্রাবণীর মা সুভাসী রাণী বলেন, 'অভাবের সংসারে আমাদের টানাপোড়ন সবসময় থাকে। আজকে আর্থিক সহযোগীতা আর দুধের গাভী পেলাম। আমার মেয়েটার স্বপ্ন পূরণ হবে। সে একদিন বড় ডাক্তার হবে। আপনারা তার জন্য দোয়া করবেন।

'

আরো পড়ুন

বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম গণ-অভ্যুত্থানে আহতদের

বিকেল ৪টা পর্যন্ত আলটিমেটাম গণ-অভ্যুত্থানে আহতদের

 

র‍্যাপিড একশন ব্যাটালিয়ানের (র‍্যাব-১৩) কম্পানি কমান্ডার মহিদুল ইসলাম বলেন, আমাদের মানবিক কাজের অংশ হিসেবে দুই কৃতি শিক্ষার্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছে। দেশে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে দুধের গাভী-বাছুর ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মন্তব্য

ডাক্তার না হয়েও করতেন অপারেশন, জেল দিল ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডাক্তার না হয়েও করতেন অপারেশন, জেল দিল ভ্রাম্যমাণ আদালত
ছবি: কালের কণ্ঠ

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার না হয়েও অপারেশন করাকালীন ধরা পড়েন ফিরোজ কবীর নামে এক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার রাতে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।

আরো পড়ুন

ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করার আহ্বান দুদুর

ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করার আহ্বান দুদুর

 

 

ফিরোজ কবির উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) হিসেবে রয়েছেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসা কর্মকর্তা না হওয়া স্বত্ত্বেও দীর্ঘদিন ডাক্তার পরিচয়ে অপারেশন করে আসছিলেন। শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে ফিরোজ কবির হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামে এক রোগীকে অপারেশন করছিলেন। ঘটনার পর ওই রোগীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আলমগীর বলেন, 'ওই ক্লিনিকের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে। হার্নিয়া আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার্ড করতে হতে পারে।'

আরো পড়ুন

নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু

নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, 'ভুয়া পরিচয়ে অপারেশন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।'

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'রবিবার ফিরোজ কবীরকে যশোর জেলহাজতে পঠানো হয়েছে।

'

মন্তব্য

নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নদীতে গোসলে নেমেছিল ৬ বন্ধু, ৩ জনের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরি দলের সদস্যরা। এ সময় নদীতীরে শিক্ষার্থীদের স্বজন ও আশপাশের বিপুল সংখ্যক লোকজন ভিড় করেন। 

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ফুলজোড় নদীর ঝাঁটিবেলাই এলাকায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে কৃষ্ণ নিয়োগী (১৫) ও সারজিলের (১৫) মরদেহ উদ্ধার করেন।

আরো পড়ুন
বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম গণঅভ্যুত্থানে আহতদের

বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম গণঅভ্যুত্থানে আহতদের

 

নিহত কৃষ্ণ সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে ও সারজিল সয়াধানগড়া নতুনপাড়ার প্রভাষক ইমরুল হাসান সোহেলের ছেলে।

এর আগে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাফি (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। রাফি ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মন্ডল বলেন, ‘গতকাল শনিবার বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ শহর থেকে বেড়াতে এসে ঝাটিবেলাই এলাকায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিন স্কুলশিক্ষার্থী।

খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা ৭টার দিকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।’

আরো পড়ুন
এক রিপোর্টে জটিল রোগ অন্য রিপোর্টে স্বাভাবিক : চিকিৎসক বললেন, রোগ ভ্যানিশ!

এক রিপোর্টে জটিল রোগ অন্য রিপোর্টে স্বাভাবিক : চিকিৎসক বললেন, রোগ ভ্যানিশ!

 

রাজশাহী থেকে ডুবুরিদল আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যেই সারজিল ও কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা ৬ জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অপর তিনজন সাঁতরে উঠে আসে।

আরো পড়ুন
শীতে বেগুন খেলে শরীরে পড়বে যে প্রভাব

শীতে বেগুন খেলে শরীরে পড়বে যে প্রভাব

 

কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান জানান, নিহত স্কুল ছাত্রদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ