শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শেয়ার
শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
সংগৃহীত ছবি

শরীয়তপুর চাঁদপুর রুটে ঘণ কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। এর আগে, রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নদীতে কুয়াশা কমার কারণে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাটে গাড়ির চাপ নেই।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালের কণ্ঠকে বলেন, নদীতে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১২ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল সারে ৯ টায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

গাছে মিলল মেডিক্যাল শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’, পরিবারের দাবি হত্যাকাণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
গাছে মিলল মেডিক্যাল শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’, পরিবারের দাবি হত্যাকাণ্ড
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে মেডিক্যালের এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রকে দুর্বৃত্তরা হত্যা করে তার হাত বেঁধে লাশ গাছে ঝুলিয়ে রাখে। ভুক্তভোগী ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।

খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন
ঈদের পর ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

ঈদের পর ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শামসুল হকের ছেলে ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু বছর দুইয়েক আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। এরপর মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন।

এলাকার লোকজন জানান, আজ সকালে খাগাতুয়া গ্রামের অদূরে একটি পুকুরের পাশের কড়ই গাছে মেডিক্যালের মেধাবী ছাত্র ডালিমের মরদেহ ঝুলতে দেখা যায়। তবে ঝুলন্ত ওই লাশের হাত দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন
২৬ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড

২৬ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড

 

ডালিমের পরিবারের স্বজনেরা এটিকে পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
ইফতার পার্টিতে গিয়ে তোপের মুখে গায়ক শান

ইফতার পার্টিতে গিয়ে তোপের মুখে গায়ক শান

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত কর কালের কণ্ঠকে বিকেল সাড়ে তিনটার দিকে জানান, ‘হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলানো অবস্থায় মেডিক্যাল কলেজে পড়ুয়া ওই ছাত্রের লাশ পাওয়া গেলেও প্রাথমিক অবস্থায় এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।’

ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের পরই সব পরিষ্কার হয়ে যাবে।’

মন্তব্য

শুক্রবার থেকে আখাউড়া স্থলবন্দরে আট দিনের ব্যবসায়িক ছুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
শুক্রবার থেকে আখাউড়া স্থলবন্দরে আট দিনের ব্যবসায়িক ছুটি
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে আটদিনের ব্যবসায়িক ছুটিতে পড়তে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ২৮ মার্চ শুক্রবার থেকে ৪ এপ্রিল শুক্রবার নাগাদ ওই ছুটিতে বন্দরের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, উল্লিখিত সময়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বিষয়টি ইতোমধ্যেই দু’দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদেরকে অবগত করা হয়েছে।

মন্তব্য

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শরৎনগর বাজার ধান হাটা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।

সমাবেশে বক্তারা বলেন, পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার শহীদ জিয়াকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধারা। এরা শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। এরা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক মানেন না।

এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকে চিহ্নিত করে ফাঁসি দিতে হবে।

তারা বলেন, সারা দেশের মতো ভাঙ্গুড়াতেও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এরা সবাই পতিত সরকারের দোসর।

শিগগিরই এদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে।
 

মন্তব্য

সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
সেনা সদস্যকে অপহরণ : বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত

বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতার পদ স্থগিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপিকে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন
উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান

 

এদিকে গ্রেপ্তারের এক দিনের মাথায় প্রভাব খাটিয়ে হিজলা বিএনপির সদস্য সচিব আজ বৃহস্পতিবার জামিনে বের হয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃনমূল নেতারা। এর মধ্যে রয়েছেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।

পদ স্থগিত করা নেতারা হচ্ছেন- জেলা ছাত্রদলের সহসভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাড. দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. রুবেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদ এবং বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।

আরো পড়ুন
জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

জামালপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ৩

 

অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে- বরিশালে বালু মহলের ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ জনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, বালু মহল ইজারায় বাধা দানে জেলা ও মহানগর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে নেতৃত্ব দেয়। কিন্তু রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি।

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেবল বালু মহল নয়, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজী করে এমন কয়েকজন ওই মামলার আসামিও। অথচ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল।

তারাই দলের ভাবমূর্তি নষ্ট করে ৫ আগস্টের পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তাদের জন্যই দলে ভোটার সংখ্যাও কমছে বলে ওই ২ নেতা ক্ষোভ প্রকাশ করেন।’

আরো পড়ুন
রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

 

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে তারা দলে থাকতে পারবে না। ৩ মাস না, ওদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিত।

’ এসব ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের বিষয় তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ