সেনা কর্মকর্তা হত্যার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
সেনা কর্মকর্তা হত্যার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার নিহতের ঘটনায় নিখিল নাথকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, নিখিল নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি একজন পাহাড়ি মহিলাকে বিয়ে করে সাবেক্ষং ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত মো. নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নিখিলকে আটক করা হয়। 

নাজির আলম জানান, ২০০৬ সালে ঘিলাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব টহল দলে সন্ত্রাসী হামলায় ক্যাপ্টেন মো. নুরুল আলম গাজী (২৪ ইবি) নিহত হন। ওই ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রাঙামাটি আদালতে পাঠানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে আ.লীগ নেতার ভুঁড়িভোজ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে  আ.লীগ নেতার ভুঁড়িভোজ
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ পেয়েছেন এনামুল হাসান নামের একজন আওয়ামী লীগের কর্মী। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদার ওরফে জামাল শিকদারের চাচাতো ভাই। অন্যদিকে, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার ফুফা।

জানা গেছে, গত ১৪ মার্চ এনামুল হাসান ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

পদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তিনি গত সোমবার রাতে কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজবাড়িতে তিনটি খাসি জবাই করে লোকজনকে ভুড়িভোজ করান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা বিএনপির কোনো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না।

আরো পড়ুন
জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

 

দলীয় সূত্র জানায়, ২ নম্বর কালিশুরি ইউনিয়ন বিএনপির তিনটি পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময় মৃত্যুবরণ করায় পদগুলো শূন্য হয়। ওইসব শূন্য পদে তিন জনকে দায়িত্ব দেওয়া হয়।

তাদের মধ্যে এনামুল হাসান সদস্য পদ পান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এনামুল হাসান সরাসরি প্রকাশ্যে আওয়ামী রাজনীতিতে যুক্ত ছিলেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে তার ভাইয়ের এজেন্ট হিসেবে কাজ করেন। তখন এনামুল বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছেন।

তার ফুফা জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ক্ষমতায় বিভিন্ন সময় জমি দখল, সালিশের নামে অর্থ আদায় এবং কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি দখল করেছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সুপারিশসহ তিনটি নাম প্রস্তাব করেছিলেন। তাদেরই তিনটি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এনামুলের রাজনৈতিক ও ব্যক্তিজীবনের বিষয়ে পাওয়া অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য
মির্জাপুর

মসজিদে বিএনপি নেতা-পুলিশ সদস্যসহ মুসল্লিদের জুতা চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মসজিদে বিএনপি নেতা-পুলিশ সদস্যসহ মুসল্লিদের জুতা চুরি
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের দুই মসজিদে জুতা চুরির ঘটনা ঘটেছে। চোর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫/২০ জন মুসুল্লির জুতা চুরি করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় এই জুতা চুরির ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫/২০ জন মুসুল্লির জুতা চুরি হয়েছে।

আরো পড়ুন
উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি থেকে অবশ‍্যই বিরত থাকতে হবে : মুশফিকুল ফজল

উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি থেকে অবশ‍্যই বিরত থাকতে হবে : মুশফিকুল ফজল

 


 
মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে জুতার বাক্সে জুতা রেখে তারাবির নামাজ আদায় করি। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি বাক্সে জুতা নেই। এরমধ্যে আরো কয়েকজন মুসুল্লিও জানান তাদের জুতাও পাচ্ছেন না।

মির্জাপুর থানা মসজিদের তারাবারি নামাজে অংশ নেওয়া মির্জাপুর থানার এএসআই শাজাহান হোসেন ও নিয়মিত মুসুল্লি হাজী মনিরুজ্জামান জানান, নামাজ শেষে বের হওয়ার সময় দেখেন তাদের জুতা চুরি হয়ে গেছে।

আরো পড়ুন
আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক : আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক : আসিফ মাহমুদ

 

মির্জাপুর থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসুল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরি হওয়াকে মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন তিনি। এক সঙ্গে সদরের দুই মসজিদ থেকে এত জুতা চুরির ঘটনায় মুসুল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর জানান, মসজিদ থেকে দুবার তার জুতা চুরি হয়েছে।

 

আরো পড়ুন
রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ

 

মির্জাপুর থানা ওসি মোশারফ হোসেন বলেন, ‘মসজিদে জুতা চুরির বিষয়টি জগন্যতম অপরাধ।’ খোঁজ নিয়ে এ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

মন্তব্য

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, নছিমনের ২১ যাত্রী আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২, নছিমনের ২১ যাত্রী আহত
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় এক পথচারী ও এক নছিমন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

 

পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুরের দিকে আসছিল।

এসময় শেরপুরের রণবীরবালা বশীর পগলা মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে (৩৫) চাপা দেয় ট্রাকটি। এরপর বিপরীত থেকে আসা একটি নছিমনও ট্রাকের নিচে চাপা পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নছিমনের যাত্রী হারুন অর রশিদ (৫২) মারা যান।

আরো পড়ুন

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

 


 
দুর্ঘটনায় আহত ২১ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরে গেলেও আটজন এখনও চিকিৎসাধীন। আহতদের মধ্যে সবাই দিনমজুর, তারা একটি বাড়ি নির্মাণের কাজে যাচ্ছিলেন।

আরো পড়ুন

টানা ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

টানা ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

 

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
 
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, 'ট্রাকের চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য
দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন

৪ মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
৪ মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল-আমিন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে তিন হত্যা মামলাসহ চার মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের আল-আমিনকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আল-আমিন (২৮) দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের চেয়ারম্যান বাড়ির মো. হারুন মিয়ার ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সদস্য।

আল-আমিন তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলার এজহারভূক্ত আসামি।

আরো পড়ুন
আ. লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত

আ. লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত

 

বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আল-আমিন একজন স্বশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভুমিকায় ছিল। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে প্রকাশ্যে পিস্তল উচিয়ে গুলিবর্ষণের একাধিক ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত ৫ আগস্ট থেকে সে পলাতক ছিল।

 

আল আমিন গত বছরের ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) হত্যা মামলা এবং আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলাসহ ৪ মামলার এজহারভূক্ত আসামি।

আরো পড়ুন
জুয়ার অ্যাপের প্রচারণায় প্রকাশ-বিজয়ের বিরুদ্ধে অভিযোগ

জুয়ার অ্যাপের প্রচারণায় প্রকাশ-বিজয়ের বিরুদ্ধে অভিযোগ

 

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, 'আল-আমিনের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। সবকটি মামলায় সে এজহারভূক্ত আসামি। তার বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিস্তল উচিয়ে প্রকাশ্যে গুলিবর্ষণের অভিযোগ এবং ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে।

'

মন্তব্য

সর্বশেষ সংবাদ