ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

সরাইলে কৃষিজমি কাটার দায়ে যুবদল নেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
সরাইলে কৃষিজমি কাটার দায়ে যুবদল নেতাকে জরিমানা
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে যুবদল নেতা মো. জাকির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই অর্থদণ্ড অনাদায়ে ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ জরিমানা করা হয়। জাকির হোসেন উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

ভ্রাম্যামাণ আদালত তাকে জরিমানা করার পর টাকা দিয়ে ছাড়া পান তিনি।

আরো পড়ুন
যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, বলছেন শান্ত

যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ, বলছেন শান্ত

 

জানা গেছে, উপজেলার শাহবাজপুর এলাকায় কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন জাকির হোসেন নামে ওই যুবদল নেতা। খবর পেয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য

সম্পর্কিত খবর

হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
শেয়ার
হিলিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা
ছবি : কালের কণ্ঠ

সারা দেশের মতো হিলিতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা সেন্টারে আসতে শুরু করে। সকাল ১০টা থেকে হাকিমপুর উপজেলার চারটি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা।

চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর হিলিতে এক হাজার ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’

মন্তব্য

কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১
ছবি : কালের কণ্ঠ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্ট গার্ডের এক সদস্য আহত হয়েছেন। 

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত কোস্ট গার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের বহন করা ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরো পড়ুন
দেড়শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

দেড় শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

 

জানা যায়, কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলার নৌ পুলিশের সদস্যরা যৌথভাবে জাটকা‌বি‌রোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে প্রায় ৫০ জন জেলের একটি সংঘবদ্ধ দল ক‌য়েক‌টি ট্রলার নিয়ে এসে আভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়।’

আরো পড়ুন
কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরো বলেন, ‘হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়।

হামলায় কোস্ট গার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময়ে আভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন।

হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

ভোলায় এসএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০, কেন্দ্র ৪৯টি

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
ভোলায় এসএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০, কেন্দ্র ৪৯টি
ছবি : কালের কণ্ঠ

সারা দেশের মতো ভোলায়ও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ভোলায় এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ জন।

এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২৭৭ জন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

আরো পড়ুন

রান্নাঘরের যে মসলা নিয়ন্ত্রণে রাখবে রক্তচাপ

রান্নাঘরের যে মসলা নিয়ন্ত্রণে রাখবে রক্তচাপ

 

এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

আরো পড়ুন

সচেতন হলেই কমবে খাবার অপচয়, জানুন কী করবেন

সচেতন হলেই কমবে খাবার অপচয়, জানুন কী করবেন

 

তিনি বলেন, ভোলার সাত উপজেলার ৪৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। উপজেলাভিত্তিক পরিদর্শক টিম গঠন করা হয়েছে। আশা করি, পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে।

মন্তব্য

দেড়শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়

জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
জাহিদ পাটোয়ারী, কুমিল্লা
শেয়ার
দেড়শ বছরের শিল্প, শ্রীমুদ্দির বাঁশি বিদেশেও যায়
ছবি: কালের কণ্ঠ

দেশের সাংস্কৃতির সভ্যতার একটি ঐহিত্যবাহী নিদর্শন কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম। দেশব্যাপী এক নামে পরিচিত গ্রামটি। বাঁশের বাঁশি তৈরিতে প্রায় দেড়শ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে গ্রামটির। দেশে-বিদেশে এখানকার বাঁশির বেশ সুনাম ও খ্যাতি রয়েছে।

বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে শ্রীমুদ্দি গ্রামের বাঁশি যাচ্ছে ইউরোপ-আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। 

বাংলা নববর্ষের আর মাত্র চার দিন বাকি। দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলাকে সামনে রেখে কারিগররা বাঁশি তৈরিতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। কারিগরদের দাবি, দীর্ঘ বছর ধরে সাংস্কৃতিক বিকাশের এই সরঞ্জাম তৈরি করলেও সরকারি পৃষ্ঠপোষকতা ও সুদমুক্ত ঋণ কোনটাই পাচ্ছেন না তারা।

সরকারি সহযোগিতা পেলে তথ্য প্রযুক্তির এই যুগে বাঁশি শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে যুগের পুর যুগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হোমনা উপজেলা সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে তিতাস নদীর পাশে শ্রীমদ্দি গ্রাম। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাঁশির কারিগররা ব্যস্ততম সময় পার করছেন। প্রতিটি বাড়ির আঙিনা ও অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হরেকরকমের বাঁশি।

কেউ বাঁশ কেটে ছিদ্র করছেন, কেউবা ধোয়া-মোছা শেষে রোদে শুকাচ্ছেন। কেউ আবার সেই বাঁশিতে নকশা করছেন। সবশেষে পাইকারদের হাতে তুলে দেওয়ার জন্য বাঁশিগুলো বান্ডেল করা হচ্ছে। বড়দের পাশাপাশি তাদের সন্তানেরাও এই কাজে পিছিয়ে নেই। বাবা-মাকে সহযোগিতা করছেন।
এ যেন এক বাঁশির রাজ্য!

কথা হয় বাঁশি তৈরির কারিগর জজ মিয়ার সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, বাঁশি তৈরি আমাদের বাপ-দাদার পেশা। ১০-১৫ বছর বয়সে আমি এই শিল্প রপ্ত করেছি। প্রায় ৫০ বছর বয়সে তিনি প্রতিদিন গড়ে একশ থেকে দেড়শ বাঁশি তৈরি করি। ফাল্গুন থেকে বৈশাখী মাস পর্যন্ত প্রচণ্ড ব্যস্ততা তাদের। এ ছাড়াও সারা বছরই গ্রামের মানুষ বাঁশি তৈরি করেন। বিশেষ করে মুখ বাঁশি বা থোতা বাঁশি বেশি তৈরি হয়। এটি ১০-২০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হয়। আঁড় বাঁশির চাহিদাও প্রচুর। এর দাম ২০-৫০ টাকা। এ ছাড়া মোহন বাঁশি, চৌদ্দ বাঁশি, নাগিনী বাঁশি, বেলুন বাঁশি, পাখি বাঁশি, রিং বাঁশি, হুইসাল বাঁশি, ফেন্সি বাঁশি তৈরি করা হয়। যা বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। দুই ইঞ্চি থেকে চার ফুট পর্যন্ত লম্বা আকারের বাঁশের বাঁশির দাম ডিজাইন ও গুণাগুণ ভেদে ১০০ থেকে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

বাঁশির কারিগর সবিতা রানী মজুমদার বলেন, ৩৫ বছর আগে বিয়ে হয়েছে এই গ্রামে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বাঁশি তৈরির কাজ করছি। এই কাজ তেমন কষ্টের না। দুই-একবার বার দেখলেই যে কেউ বানাতে পারবে। বিক্রিও সহজ। ঢাকার চকবাজারসহ দেশের বিভিন্ন এলাকার পাইকাররা বাড়িতে এসে বাঁশি কিনে নিয়ে যান। সব খরচ বাদ দিয়ে প্রতিমাসে আমাদের আয় ১০-১৫ হাজার টাকা।

আবুল কাশেম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্য পূর্ব পুরুষদের পেশা এখনো ধরে রেখেছি। আমাদের ছেলে-মেয়েরাও এই কাজে মনোযোগী হয়েছে। গর্বের বিষয় হলো, প্রযুক্তির এই যুগে আমাদের তৈরি বাঁশি ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের অন্তত ২০-২৫টি দেশে যাচ্ছে। এ ছাড়াও সারা দেশের বিভিন্ন হাট-বাজারে হোমনার বাঁশির কদর একটু বেশি। তবে শ্রম অনুসারে লাভ কম। এই শিল্পকে এগিয়ে নিতে তিনি সরকারের সহযোগিতা চাই।

এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন বলেন, ৫%-৬% সুদে ৫০ থেকে এক লাখ পর্যন্ত লোনের ব্যবস্থা রয়েছে। তারা চাইলে যেকোনো সময় এই ঋণ গ্রহণ করতে পারেন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মেলা হলে আমরা সেখানে এই বাঁশি গুরুত্ব সহকারে উপস্থাপনের দিয়ে আহ্বান জানাই।  

মন্তব্য

সর্বশেষ সংবাদ