বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘সময় ছয় মাস চলে গেল, এখনো জিনিসপত্রের দাম কমে না কেন? জিনিসপত্রের দাম কমাতে পারেন না কেন? শেখ পরিবারের একটা লোককেও আপনারা ধরতে পারেননি কেন? তারা পালায় গেল কেমনে। যারা গুলির নির্দেশ দিছে, যারা শিশুদের টার্গেট করে হত্যা করছে। ১৫ বছরে যারা খুন-গুম করছে ও আয়নাঘরে মানুষকে নির্যাতন করছে তারা এখন প্রফেসর ইউনূসের চারপাশে ঘুরপাক খাচ্ছে।’
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের এখন কোনো উন্নয়ন হচ্ছে না। সংস্কার করবেন আপনারা ভালো কথা। কিন্তু সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন, আপনারা যদি বিভিন্ন ধরনের কথা বলেন, স্থানীয় নির্বাচন আগে দেওয়ার চেষ্টা করেন, সংবিধান সংস্কার করবেন, এই জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি।’
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকারহীন দুই দিন ছিল দেশ।
তখন দেশ রক্ষায় বিএনপি, যুবদল, ছাত্রদল পাহারা দিয়েছিল। এই কথা এখন কেউ আর মনে রাখে না।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার শাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রমুখ।