গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ও শিবির নেতা ফজলে রাব্বির ওপর হামলা চালিয়েছে ছাত্রদল কর্মীরা। এতে গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন ওই শিবির নেতা।
আরো পড়ুন
‘শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল’
ফেসবুক পোস্টে সবাইকে সালাম দিয়ে ফজলে রাব্বি বলেন, গতকাল আমার সাথে ঘটে যাওয়া ছাত্রদলের সন্ত্রাসী হামলার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। কালকে থেকে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি একপর্যায় থানায় মামলা করতে গেলে সেখানে ছাত্রদল এবং যুবদলের বিভিন্ন নেতাকর্মী থানা ঘেরাও করে এবং আমাকে সহ আমার সাথে থাকা আরো অনেককেই থানার ভিতরে অবরুদ্ধ করে।
তিনি বলেন, এক পর্যায়ে পুলিশ আমাদের বাইরে নিয়ে আসলে পুলিশের গাড়ি থামিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক তাদের ইচ্ছাধীন ভিডিও নিতে চায়।
আমার কাছ থেকে ভিডিও বার্তা নিতে না পেরে আসামি মামুনের কাছ থেকে তাদের মনগড়া একটি ভিডিও বার্তা নেয়।
তিনি আরো বলেন, আমি তাদের সকল ষড়যন্ত্র-বাধা বিপত্তি পার করে অসুস্থ শরীর নিয়ে রাত সাড়ে চারটার দিকে আমার নিজ ক্যাম্পাস তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আসি। আমাকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষা করতে আমার ক্যাম্পাসের দায়িত্বশীল, সহপাঠী ও বড় ভাইরা অক্লান্ত পরিশ্রম করেন। তাদের সহযোগিতায় আমি সুরক্ষিত আশ্রয়স্থান পাই।
ফজলে রাব্বি বলেন, আমার বিভিন্ন ভাইয়েরা আমাকে মেসেঞ্জারে, ফোনে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় কারো সাথে কথা বলতে পারছি না। এইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে দ্রুত সুস্থ করে আবারো আপনাদের মাঝে ফিরিয়ে দেন (আমিন)।