ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় রেলওয়ে কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
যুবদল নেতাকে চাঁদা না দেওয়ায় রেলওয়ে কর্মকর্তাদের নির্যাতনের অভিযোগ
যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমন

রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে। মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় শারীরিক হয়রানিরও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু তাহের মোহাম্মদ মুসা নরসিংদী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযুক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান চৌধুরী সুমন নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক।

তিনি শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

আরো পড়ুন
বিকট শব্দে ধ্বংস হয়েছিল যে অবাধ্য জাতি

বিকট শব্দে ধ্বংস হয়েছিল যে অবাধ্য জাতি

 

লিখিত অভিযোগে নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুসা উল্লেখ করেন, স্থানীয় চাঁদাবাজ মাহমুদুল হাসান চৌধুরী (সুমন) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে।

সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

স্টেশন মাস্টার মুসা বলেন, ‘চাঁদাবাজ সুমন ও তার লোকজনের অত্যাচারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

তারা শুধু আমাদের নয়, যাত্রীদেরও হয়রানি করছে। সুমন আমাদের একজন সিনিয়র স্টাফকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’

আরো পড়ুন
বেরোবিতে ছিনতাইয়ের বিরুদ্ধে মশাল মিছিল

বেরোবিতে ছিনতাইয়ের বিরুদ্ধে মশাল মিছিল

 

অভিযুক্ত নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন সাংবাদিকদের বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনি আমার বড় ভাইয়ের বন্ধু। তার কাছে আমার নিয়মিত যাতায়াত আছে।

কিন্তু লিখিত অভিযোগে যা উল্লেখ করা হয়েছে, তা আমি অবগত নয়। আমি নরসিংদী রেলওয়ে স্টেশনের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করি। কিন্তু চাঁদাবাজি বা নির্যাতনের ঘটনা সত্য নয়।’

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ বলেন, ‘অভিযোগের বিষয়ে আমরা অবগত নয়। লিখিত অভিযোগের কপি আমাদের কাছে আসেনি। বিএনপি চাঁদাবাজি ও দলের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধের বিষয়ে খুব কঠোর অবস্থানে আছে। ছাত্রদল, যুবদলসহ যে কেউ অপরাধের সাথে জড়িত থাকলে দলীয় শাস্তির পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো। তবে তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হতে হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধরী বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

মন্তব্য

সম্পর্কিত খবর

দাওয়াত খেয়ে অসুস্থ ৪ শতাধিক, চাকরি হারানোর শঙ্কা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
দাওয়াত খেয়ে অসুস্থ ৪ শতাধিক, চাকরি হারানোর শঙ্কা
ছবি: কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চার শতাধিক মানুষ। শনবিার (এপ্রিল) বড় আলমপুর ইউনিয়নের গাজীখাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ হওয়ার কারণে কর্মস্থলে ফিরতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় আছেন পোশাক শ্রমিকরা।

লিটন মিয়ার বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়।

দাওয়াতে খাওয়া-দাওয়ার কিছুক্ষণ পর থেকেই অনেকের পেট ব্যথা, বমিসহ ডায়রিয়ার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। 

আরো পড়ুন
বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

স্থানীয়রা জানায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। সপ্তাহের শুরুতেই তাদের ঢাকায় ফেরার কথা ছিল। হঠাৎ অসুস্থ হওয়ার কারণে এখন অনেকেই কর্মস্থলে ফিরতে পারছে না।

ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা। 

রবিবার হাসপাতালে ভর্তি আজিজুল হক বলেন, 'দাওয়াত খেয়ে আসার পর রাত থেকেই পাতলা পায়খানা ও জ্বর হয়। পরে মেডিক্যালে ভর্তি হয়েছি। আমার পরিবারের সবারই একই অবস্থা।

আমি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করি। আজ থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানি না চাকরি থাকবে কি না।'

আরো পড়ুন
ভারতে ওয়াকফ বিল পাস : প্রতিক্রিয়ায় যা বলল বিএনপি

ভারতে ওয়াকফ বিল পাস : প্রতিক্রিয়ায় যা বলল বিএনপি

আকিকার আয়োজক লিটন মিয়া জানান, 'আমরা খুবই যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কিভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।

আমরা নিজেরাও অসুস্থ। তবে এটা ষড়যন্ত্রও হতে পারে। নয়তো এমনটা হওয়ার কথা নয়।'

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. তরিকুল ইসলাম মন্ডল বলেন, খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হতে পারে। এ ছাড়া খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে। যা থেকে এই সমস্যা সৃষ্টি হতে পারে।

আরো পড়ুন
আমগাছে ঝুলছিল হান্নানের লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমগাছে ঝুলছিল হান্নানের লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মন্তব্য

জয়পুরহাটে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় অফিস ঘেরাও করে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
জয়পুরহাটে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় অফিস ঘেরাও করে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গাফিলতির কারণে প্রি-পেইড মিটারের প্রায় ২০০ গ্রাহকের সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। আজ রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। 

নেসকো কর্তৃপক্ষের দাবি, ঈদের ছুটি ও কারিগরি ক্রটির কারণে এমন সমস্যা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, ঈদের কয়েকদিন আগে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করেন ভুক্তভোগীরা। কিন্তু সেই টাকা যোগ হয়নি। পরে গ্রাহকরা নেসকো অফিসে গেলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান না করে আজ টোকেন নিয়ে অফিসে উপস্থিত হতে বলেন। কর্তৃপক্ষের নির্দেশনা মতে, আজ সকাল থেকেই গ্রাহকেরা নেসকো অফিসে জড়ে হতে থাকেন।

এক পর্যায়ে তাদের সঙ্গে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে নেসকো কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য

শিলিগুড়ি করিডর ঘিরে বাড়ছে বিএসএফ তৎপরতা, সীমান্তে সতর্কবার্তা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
শিলিগুড়ি করিডর ঘিরে বাড়ছে বিএসএফ তৎপরতা, সীমান্তে সতর্কবার্তা
সংগৃহীত ছবি

ভারত-বাংলাদেশ সীমান্তে দিন দিন বাড়ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতা। বিশেষত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত অংশে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে—সীমান্ত সিল করা হচ্ছে। কোনো ধরনের সন্দেহজনক চলাচল দেখলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা।

শিলিগুড়ি করিডর নিয়ে চরম সতর্কতা : 

ভারতের কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে রাখা মাত্র ২২ কিলোমিটার দীর্ঘ একটি সরু ভূখণ্ড—যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা ‘চিকেন নেক’। এই অংশটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতীয় নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ সতর্কতা।

সরকারের শীর্ষ মহলের ধারণা, এই অংশটির মাধ্যমে চীন-সমর্থিত কোনো গুপ্তচর বা অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়তে পারে। এ জন্য শিলিগুড়ি করিডরকে ঘিরে সীমান্ত নিরাপত্তাব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও চীনের সম্পর্ক নিয়ে সন্দেহ : 

ভারতীয় গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের চীন-বাংলাদেশ সামরিক কূটনৈতিক সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের খবরের পর ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে শঙ্কা আরো বেড়েছে।

স্বাধীনতাকামী আন্দোলনের শঙ্কা :

এই করিডরে চোরাগোপ্তা হামলার সম্ভাবনা নিয়ে আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, উত্তর-পূর্বাঞ্চলের কিছু রাজ্যে দীর্ঘদিন ধরে সক্রিয় স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর পক্ষে এই সুযোগটা হতে পারে মোক্ষম।

ভারতীয় নিরাপত্তাব্যবস্থা যদি এই করিডরে দুর্বলতা দেখায়, তাহলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নতুন করে মাথাচাড়া দিতে পারে।

সীমান্ত এলাকায় গ্রামে গ্রামে সতর্কবার্তা :

উত্তর দিনাজপুর, ইসলামপুর, কোচবিহার—এই অঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোতে বিএসএফের পক্ষ থেকে সরাসরি মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, রাতের বেলায় অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে চলতে এবং সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন বা বিএসএফকে জানাতে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গত কয়েক দিন ধরেই প্রতিদিন মাইকিং হচ্ছে। সীমান্তে আগের চেয়ে অনেক বেশি সৈন্য দেখা যাচ্ছে।

আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি।’

আন্তর্জাতিক উত্তেজনার ছায়া : 

এই পুরো পরিস্থিতি আঞ্চলিক ভূরাজনীতির এক গভীর উত্তেজনার ইঙ্গিত বহন করে। চীন-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপড়েনের মধ্য দিয়ে চলছে। সেইসঙ্গে বাংলাদেশকেও বিভিন্ন কৌশলগত মেরুকরণে টানার চেষ্টা করছে দুই দেশই। এই প্রেক্ষাপটে সীমান্তে এমন নিরাপত্তা জোরদার করা, মাইকিং করে সতর্কতা জারি করা এবং চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ঢাকা ও নয়াদিল্লি। কিন্তু সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ পড়েছে নতুন এক দুশ্চিন্তার মধ্যে। ভারতের এই নিরাপত্তা তৎপরতা ভবিষ্যতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য

নগরকান্দায় ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নগরকান্দায় ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

ফরিদপুরের নগরকান্দায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের একটি ওষুধের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ