ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

শিশুকন্যাকে নিয়ে চলে গেলেন মা, ফিরে পেতে বাবার আকুতি

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
শিশুকন্যাকে নিয়ে চলে গেলেন মা, ফিরে পেতে বাবার আকুতি
সংগৃহীত ছবি

ইতালিপ্রবাসী কুমিল্লার বুড়িচং উপজেলার কামরুল হাসান নামে এক যুবকের পাঁচ বছর বয়সী একমাত্র শিশুকন্যা, প্রবাসজীবনে অর্জিত টাকা-পয়সা ও গহনা নিয়ে স্ত্রী পপি নামের এক নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সন্তানকে ফিরিয়ে দিতে আকুতি জানিয়েছেন বাবা কামরুল হাসান। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কামরুলের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চড়ানল গ্রামের মনিরুল হকের ছেলে কামরুল হাসান ২০১৪ সালে পারিবারিকভাবে বুড়িচং সদর এলাকার পূর্বপাড়া থানার উত্তর পাশে বাড়ির মৃত শাহ আলমের মেয়ে পাপিয়া সুলতানা পপিকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর কামরুল হাসান তার স্ত্রী পপিকে ইতালি নিয়ে যান এবং ইতালির নাগরিকত্ব পেতে সব কাগজপত্র সম্পন্ন করেন।

আরো পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবি, না করলে ‘শহীদী ব্লকেড’

৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবি, না করলে ‘শহীদী ব্লকেড’

 

এর কিছুদিন পরই তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তী সময়ে পপি ইতালিতে বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বেশ কিছুদিন পর কামরুল স্ত্রীর পরকীয়ার বিষয়টি বুঝতে পারেন। এ নিয়ে কামরুল তাকে নিষেধ করলেও তিনি গোপনে সম্পর্ক চালিয়ে যান।

সর্বশেষ তিনি স্বামীর অর্জিত টাকা-পয়সা, গহনা ও কন্যাসন্তান নিয়ে ইতালিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।

পরে কামরুল তার স্ত্রী-কন্যাসন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতেই একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে কামরুল বাংলাদেশে এসে স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু স্ত্রীর পরিবার মেয়ের খবর না দিয়ে উল্টো কামরুলের সঙ্গে খারাপ আচরণ করেন।

এরপর কামরুল কাজী অফিসের মাধ্যমে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ইতালিতে ফিরে যান এবং সেখানে বিভিন্ন স্থানে তার স্ত্রী ও কন্যাসন্তানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন, শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর গ্রামে হৃদয় হাসান নামে এক যুবকের কাছে আছে তার স্ত্রী ও সন্তান। এ ঘটনায় কামরুলের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে পাপিয়া সুলতানা পপি ও তার মা ফরিদা ইয়াসমিনকে অভিযুক্ত করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। 

আরো পড়ুন
গুলিতে নিহত কলেজছাত্র : ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

গুলিতে নিহত কলেজছাত্র : ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

 

নাজমুল হাসান কালের কণ্ঠকে জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী পলাতক পাপিয়া সুলতানা পপির চাচা শাজাহান কিছুদিন আগেও সামান্য বালি ফেলাকে কেন্দ্র করে একটি শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়।

যে নারীর চাচা একটি শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করেছেন, এই পরিবারের কাছে আমাদের সন্তান মোটেও নিরাপদ না। তিনি তার ভাইয়ের একমাত্র কন্যাসন্তান ও লুট করে নেওয়া স্বর্ণালংকার এবং টাকা-পয়সা ফেরত পাওয়ার দাবি জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুকুল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ঘটনায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তে ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, ‌‘রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
 

মন্তব্য

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা খর্পদোলায় ঘাস কাটতে যান।

সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। হঠাৎ ওই ঝুলে থাকা তার আসাদুলের গলায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। বিষয়টি নিয়ে এখনো কাজ করছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য

শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

নিখোঁজের দুই দিন পর শেরপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

নিহতের নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

পাশের জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় আনন্দ ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১১ এপ্রিল রাত থেকে আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটির তদন্ত চলছে।

মন্তব্য

‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘সব দলই দেখলাম, অহন জামায়াত কী করে দেহি’
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনে বেশ কিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।

ফরম পূরণ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশাচালকা মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কী করে দেহি।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি।

অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’

রবিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ