ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দিবাগত রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠ থেকে তাকে আটক করা হয়। 

আটক ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম হাফিজুল আসিফ শাওন (৩৪)। তিনি শেরপুর শহরের জগন্নাথপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

শাওন শেরপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ঘটনায় আজ শনিবার পুলিশের উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ সায়েমের কবরস্থান ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

জুলাই বিপ্লবে শহীদ সায়েমের কবরস্থান ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

 

মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে শহরের ডিজে হাই স্কুল খেলার মাঠে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রি করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুল আসিফ শাওন। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

মাদক বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন যৌথ বাহিনী। এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী জগন্নাথ পাড়াস্থ নিজ বাড়ির শয়নকক্ষে রক্ষিত আলমারির পাশ থেকে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ফেনসিডিলসহ আটক হওয়া হাফিজুল ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাত ৮টার ট্রেন ছাড়ে ভোরে, ভোরেরটি বিকেলে!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
রাত ৮টার ট্রেন ছাড়ে ভোরে, ভোরেরটি বিকেলে!
ছবি: কালের কণ্ঠ

রেলপথে সিলেট থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব ৩০০ কিলোমিটার। সিলেট-ঢাকা-সিলেট পথে চলা একমাত্র মেইল ট্র্রেনটির নাম ‘সুরমা মেইল’। চলার পথে ট্রেনটি ৫০টির মতো স্টেশনে যাত্রাবিরতি দেয়।

আজ রবিবার সিলেট থেকে ঢাকা অভিমুখী ট্রেনটিতে যাত্রীদের জন্য ছিল মাত্র দেড়টি বগি।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনটি ১০ ঘণ্টার বেশি বিলম্বে পৌঁছায়। ঢাকা যেতে ট্রেনটির বিলম্ব আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

আখাউড়া রেলওয়ে জংশনে দেখা যায়, ট্রেনটির মোট ছয়টি বগির মধ্যে তিনটিই মালবাহী। একটিতে রেলওয়ে মেইল সার্ভিসের (আরএমএস) বিশেষ বগি।

একটির অর্ধেক বগিতে গার্ড ব্রেক ও মালামাল রাখার জায়গা। বাকি দেড় বগি যাত্রীদের বসার জন্য বরাদ্দ। যাতে সিট আছে ১০০টির মতো। বসে ও দাঁড়িয়ে মাত্র দুই থেকে আড়াই শ যাত্রী একসঙ্গে যাতায়ত করতে পারে ট্রেনটিতে।

৯ ঘণ্টার বেশি বিলম্বে ট্রেনটি দুপুর ২টা ৯ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করে। লোকোমোটিভ (ইঞ্জিন) ঘুরিয়ে ট্রেনটি বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা পৌনে ৪টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ে।

চলার পথে যাত্রীরা তাদের দুর্ভোগের কথা জানান। একইসঙ্গে এ অবস্থা থেকে পরিত্রাণের দাবিও করেন তারা।

এটিকে ভোগান্তির ট্রেন উল্লেখ করেন একাধিক যাত্রী। তারা ‘নিরাপদ বাহন’ হিসেবে পরিচিত ট্রেনকে আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য অনুরোধ জানান। এত বেশি দূরত্বে চলাচলকারী একটি ট্রেনে মাত্র দেড় বগি যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টি তারা ‘হাস্যকর’ হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা জানান, একই ট্রেন, অর্থাৎ একটি রেক সিলেট-ঢাকা-সিলেট পথে চলাচল করে। যে কারণে প্রায়ই বেশ বিলম্ব হয়। ট্রেনটি প্রতিদিন ঢাকা ও সিলেট থেকে ছেড়ে যায়। সিলেট থেকে রাত ৮টা ২০ মিনিটে ও ঢাকা থেকে সোয়া ৯টায় ছাড়ে ট্রেনটি। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার পর আবার ফিরতি পথে যায়। শনিবার দুপুরে সিলেট পৌঁছার কথা থাকলেও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পৌঁছায় ট্রেনটি। যে কারণে ফেরার নির্ধারিত সময় ৮টা ২০ মিনিটে ট্রেনটি সিলেট থেকে ছাড়তে পারেনি।

আরো পড়ুন
সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা

সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা

 

ট্রেনযাত্রী মো. জামাল জানান, তিনি মাজার জিয়ারত করতে ঢাকা থেকে সিলেট যান। সুরমা মেইল ট্রেনটি শনিবার রাত ৮টা ২০ মিনিটে ছাড়ার কথা। সেই থেকে তিনি অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত ভোর ৪টায় ট্রেনটি সিলেট থেকে ছাড়ে। পথে বেশিরভাগ স্টেশনেই এটি যাত্রাবিরতি দেয় এবং অনেক স্টেশনেই দীর্ঘ সময় নিয়ে দাঁড়িয়ে থাকে। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। কখন ঢাকায় পৌঁছাবে তার কোনো ঠিক নেই।’

মো. জামির হোসেন নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ট্রেনে খুব বিরক্ত লাগছে। এই রোজার মধ্যে খুব কষ্ট হচ্ছে। ট্রেন কখন ঢাকায় পৌঁছাবে এর কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এভাবে চললে ট্রেনের প্রতি মানুষের ভরসা উঠে যাবে।’

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কথা হয় ট্রেনের পরিচালক (গার্ড) মো. ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ট্রেনটি শনিবার নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে সিলেট পৌঁছায়। যে কারণে আসার পথেও দেরি হয়। আখাউড়া থেকে ভোর ৫টার আগে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি বিকেল ৩টায় ছাড়ে।’

মন্তব্য

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৭০টি ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৭০টি ইয়াবাসহ আটক ২
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৭০টি ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক কর হয়।


আটকরা হল— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) এবং একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো.তেজামুল (৪২)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক চালান সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশী করে র‌্যাব। তল্লাশীতে দুই মোটরসাইকেল আরোহির সঙ্গে রাখা ৪৭০টি ইয়াবা উদ্ধার হয়। আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক

বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক
সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৮টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে দুই ভারতীয় নগরিককে আটক করা হয়েছে। 

আরো পড়ুন
স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রী-সন্তানসহ পাপনের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

 

আটক ভারতীয় নাগরিকরা হলেন— ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোস্ট অফিসের কোনাবন গ্রামের মৃত. ধীরেন্দ্র দেব বর্মার দুই ছেলে সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)।

উভয়ই পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। ফলে তাদের আটক করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, পাসপোর্টবিহীন দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

চম্পার জন্য কাঁদছেন বাবু!

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
চম্পার জন্য কাঁদছেন বাবু!
সংগৃহীত ছবি

২০১৬ সালে ঘর বেধেছিলেন জামালপুরের চম্পা খাতুন ও সুলাইমান বাবু। তাদের সংসারে দুই সন্তান। ছেলের বয়স সাড়ে ৯ বছর আর মেয়ের বয়স সাড়ে ৪ বছর। এরইমধ্যে তছনছ হয়ে গেল তাদের সংসার।

সম্প্রতি স্বামী ও দুই সন্তানকে ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন চম্পা। 

জানা যায়, জামালপুরের মেলান্দহের গৃহবধূ চম্পা খাতুন এক যুবকের হাত ধরে পালিয়ে গেছেন। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে স্বামীর বাড়ি থেকে আইনুল নামের এক যুবকের সঙ্গে বেড়িয়ে যান তিনি।

আরো পড়ুন
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে মালামাল চুরি, অতঃপর...

 

স্থানীয়রা জানান, উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মোতালেব হোসেনের ছেলে আইনুলের সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননী চম্পা খাতুনের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এর আগেও তাঁদের পরকীয়া সম্পর্ক নিয়ে গ্রাম্য সালিশ হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাতে ৩ টার দিকে চম্পা খাতুনকে নিয়ে পালিয়ে যান আইনুল। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। 

স্ত্রীর এমন কাণ্ডে কাঁদছেন স্বামী সুলাইমান বাবু।

সার্বিক বিষয়ে তিনি বলেন, ‘আমার মামাতো ভাই আইনুলের সাথে তাঁর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এর আগেও তাঁকে কয়েকবার হাতেনাতে ধরেছিলাম। দুই সন্তানের দিকে তাকিয়ে তাকে মেনে নিয়েছি। গতকাল শনিবার রাতে সেহেরির সময় টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এসময় নগদ ৬০ হাজার টাকা সহ স্বর্ণলংকার নিয়ে গেছে’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাদী থানায় এসেছিলেন।

এখনো অভিযোগ করেননি। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ