দেশে বহুমুখী প্রতিভাধর তারকা অনেকেই আছেন। তবে সমান্তরালে একই সময়ে তাঁদের দুই ভূমিকায় সেভাবে পাওয়া যায় না। যেমনটা এবারের ঈদে ঘটছে। সিয়াম আহমেদ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
দেশে বহুমুখী প্রতিভাধর তারকা অনেকেই আছেন। তবে সমান্তরালে একই সময়ে তাঁদের দুই ভূমিকায় সেভাবে পাওয়া যায় না। যেমনটা এবারের ঈদে ঘটছে। সিয়াম আহমেদ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
‘ইত্যাদি’র এই গান দিয়ে গায়িকা হিসেবে অভিষেক হতে চলেছে জান্নাতুল সুমাইয়া হিমির।
অভিনেতা ও গায়ক দুই পরিচয়েই সাফল্য পেয়েছেন ফজলুর রহমান বাবু। এই ঈদেও তাঁকে পাওয়া যাবে উভয় ভূমিকায়। মেহেদী হাসান হৃদয়ের ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। ঈদের সবচেয়ে আলোচিত এ ছবির নায়ক শাকিব খান। সঙ্গে আছেন আরো অনেক দাপুটে অভিনয়শিল্পী। ছবির বাইরে বাবুকে পাওয়া যাবে গানে, ইত্যাদিতে। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে একটি গান গেয়েছেন তিনি। ব্যতিক্রম ধাঁচের এ গানের অভিনয়েও দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপার মাহমুদুল হাসান।
তাহসান রহমান খান-প্রথমত গায়ক, দ্বিতীয়ত অভিনেতা। মাঝে অভিনয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তবে সম্প্রতি ফের মনোযোগী হয়েছেন গানে। একের পর এক গানে পাওয়া যাচ্ছে তাঁকে। ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গেয়েছেন তিনি। প্রিন্স মাহমুদের কথা-সুরের গানটিতে তাঁর সহশিল্পী আতিয়া আনিসা। ঈদের আরেক ছবি শিহাব শাহীনের ‘দাগি’তেও রয়েছে তাহসানের গান। এটি তাঁর সঙ্গে গেয়েছেন মাশা ইসলাম। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার। দুই গানের বাইরে অভিনেতা তাহসানও আছেন। ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। দিন কয়েক আগে সেটির প্রচার শুরু হয়েছে।
গত বছরের এপ্রিলে অভিনয়ে অভিষেক হয়েছিল গায়িকা জেফার রহমানের। মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এই ঈদে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিহাব শাহীনের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয়ই নয়, সিরিজটির গানেও আছেন জেফার। ‘বৈয়ম পাখি ২.০’ শিরোনামের গানটি জেফারের সঙ্গে গেয়েছেন সিরিজের অভিনেতা নাসির উদ্দিন খান। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
সম্পর্কিত খবর
নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে ঈদে হাজির হচ্ছেন সালমান খান। কিছুদিন ধরেই চলছে এ আর মুরুগাদোসের ছবিটির প্রচারণা। বড় বাজেট, দর্শকের আগ্রহ প্রবল; তাই সংশ্লিষ্টদের ইচ্ছা ছিল বড় আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করবেন ট্রেলার। এর জন্য পরিকল্পনাও সাজিয়েছিলেন।
২১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘ড্রাগন’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। শুক্রবার এটি এসেছে নেটফ্লিক্সে। রাঘব কলেজের ছাত্র।
অভিনয়ে সালমান শাহ, শাবনূর, ববিতা, রাজীব। পরিচালনা বাদল খন্দকার। সকাল ৯টা, এনটিভি।
গল্পসূত্র : অত্যাচারী জমিদার রায়হান চৌধুরীর ছেলে মাসুম।
ইসলামের স্থাপত্যধারা
রমজান মাস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে স্থাপত্যবিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘ইসলামের স্থাপত্যধারা’। প্রতিদিন ইফতারের পর প্রচারিত হয় এটি। ইসলামের বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারায় যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, সেসব তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থাপনার নির্মাণ ইতিহাসের সঙ্গে। পরিচালনায় স্থপতি, লেখক ও পর্যটক শাকুর মজিদ।
স্টুডিও বি
আলজাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘স্টুডিও বি’। আজকের পর্বের অতিথি শান্তিতে নোবেলজয়ী ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন গবেষক উর্বশী আনেজা।