চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তার পেঁচিয়ে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

লালমোহন

বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ধর্ষণ চেষ্টা, মামলা করে বিপাকে পরিবার

ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
শেয়ার
বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ধর্ষণ চেষ্টা, মামলা করে বিপাকে পরিবার
অভিযুক্ত প্রধান শিক্ষক। সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম বজলুর রহমান (৫০), তিনি উপজেলার চরভুতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ভুক্তভোগী ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ২৬ মার্চ সকালে ওই বিদ্যালয়েই এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লালমোহন থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। মামলা করার পর থেকে ওই প্রধান শিক্ষক তার প্রভাবশালী আত্মীয়-স্বজনসহ বিভিন্ন লোকজনের মাধ্যমে বিষয়টি চেপে যেতে ভুক্তভোগীর বাবাকে চাপ দিতে থাকেন।

আরো পড়ুন
মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল : স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

তাদেরকে ওই এলাকায় থেকে উচ্ছেদসহ মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ ঘটনার ১২দিন অতিবাহিত হলেও অভিযুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগীর পরিবার ভয় ও নিরাপত্তাহীনতায় রয়েছে।

অপরদিকে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে ঘটনার পর দিন ২৭ মার্চ লালমোহন থানার সামনে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ বিজয় দিবস উপলক্ষে সকালের দিকে প্রধান শিক্ষক বজলুর রহমান ওই ছাত্রীসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে কক্ষ ঝাড়ু দেওয়ার জন্য ডেকে আনে। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী যখন বিদ্যালয়ের অফিস কক্ষ ঝাড়ু দিতে যায় তখন সেখানে প্রধান শিক্ষক বজলুর রহমান তাকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই শিক্ষার্থী জোরাজুরি করলে তাকে চড়-থাপ্পড় মারে বজলুর।

পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ছাত্রীর মা তাকে কান্নার কথা জিজ্ঞেস করলে সে তার সঙ্গে প্রধান শিক্ষকের আচরণের কথা বলে। তার পেছনে প্রধান শিক্ষকও তাদের বাড়িতে আসে। এ অবস্থায় স্থানীয় লোকজন প্রধান শিক্ষককে আকটে বিষয়টি জিজ্ঞেস করলে সে এক পর্যায়ে সকলের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় ওই দিন রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেন।

আরো পড়ুন
আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি

আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি

 

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে জানান, তিনি পেশায় অটোরিকশাচালক। মামলার পর থেকে প্রধান শিক্ষকের শালা ভুট্টু হাওলাদার ও জাকির হাওলাদার তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। বিষয়টি মিমাংশার জন্য তাকে দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি টাকা নিতে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বের হলে পিটিয়ে হাত-পা ভেঙে গুম করার হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে মামলা তুলে না নিলে তাদেরকে রাস্তায় বের হতে দিবেন না বলেও হুমকি দেওয়া হয়।

ঘটনার পর ১২দিন পার হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামি গ্রেপ্তারের কথা বললে থানার ওসি বলছেন আসামিকে তারা খুঁজছেন। সে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারসহ বাড়ির লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেন ভিকটিমের বাবা।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বজলুর রহমানের শালা ভুট্টু হাওলাদার হুমকির বিষয় অস্বীকার করে বলেন, ভিকটিমের বাবার সঙ্গে তার এ বিষয়ে কোনো কথা হয়নি।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে রমজানে বিদ্যালয় বন্ধ থাকায় সত্যতা যাচাই করতে পারেননি। বিদ্যালয় খুললে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন।

আরো পড়ুন
ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে জানান, 'ঘটনার পর পর আসামি বজলুর রহমান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে সে মোবাইল ব্যবহার না করায় সেটিও সম্ভব হচ্ছে না। এছাড়া ভুক্তভোগী আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ২২ধারায় জবানবন্দি দিয়েছে। তবে ভুক্তভোগীর পরিবার ভয়ভিতি ও হুমকির বিষয়টি থানায় জানায়নি। জানালে তাদের কাছ থেকে জিডি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমলেও বেড়েছে রাজস্ব

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
শেয়ার
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কমলেও বেড়েছে রাজস্ব
সংগৃহীত ছবি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি ও রপ্তানি কমলেও বেড়েছে রাজস্ব আদায়।

সংশ্লিষ্টদের ধারণা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে।

আরো পড়ুন
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

 

বন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৯ মাসে (জুলাই থেকে মার্চ) ভারতে প্রায় ২৮ লাখ ৪০ হাজার ৯৯ টন পণ্য রপ্তানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রায় ২৯ লাখ ৪৩ হাজার ৭১ টন পণ্য রপ্তানি হয়েছিল।

হিসাব অনুযায়ী গত অর্থবছরের তুলনায় ১০ হাজার ২৭২ টন পণ্য কম রপ্তানি হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৯ মাসে ভারত থেকে প্রায় ১২ লাখ ৩৩ হাজার ৭৪৬ দশমিক ২৯ টন পণ্য আমদানি হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে প্রায় ১২ লাখ ৫২ হাজার  ৭৬৭ দশমিক ২৯ টন পণ্য আমদানি হয়েছিল। হিসাব অনুযায়ী গত অর্থবছরের তুলনায় একই সময়ে ১৯ হাজার ২০ দশমিক ৮২ টন কম আমদানি হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, পণ্য আমদানি কিছুটা কমলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬৩.৭৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বেনাপোল কাস্টম হাউসে চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৫ কোটি টাকা। সেই আলোকে অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪৩২ দশমিক ৩ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৫ হাজার ৭৯৭ দশমিক ৭৬ কোটি টাকা।

যার মধ্যে জুলাই মাসে ৪১৩.২২ কোটি টাকা, আগস্ট মাসে ৪০১.৫৫ কোটি টাকা সেপ্টেম্বর মাসে ৪৮৯.১১ কোটি টাকা, অক্টোবর মাসে ৫২৪.৬৩ কোটি টাকা, নভেম্বর মাসে ৬১৪.৭১, ডিসেম্বর মাসে ৭৭৮.৯৫ কোটি টাকা, জানুয়ারি মাসে ৬২১.৬৩ কোটি টাকা এবং ফেব্রুয়ারি মাসে ৮১৮.০৫ কোটি টাকা এবং মার্চ মাসে ৭৭০.১১ কোটি রাজস্ব আদায় হয়েছে।

আরো পড়ুন
লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মহসিন মিলন বলেন, ‘দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দু-দেশের রাজনৈতিক টানাপোড়েন থাকার কারণে ভারত থেকে আমদানি কিছুটা কমলেও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ আমদানিকারকরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকিরোধে কড়াকড়ি আরোপ করায় অসাধু ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।’

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগ নিয়েছে। গত তিন মাস বেনাপোল বন্দরের শূন্য রেখায় চালু করা হয় বন্দর কার্গোভেহিকেল টার্মিনাল ও বন্দরে বসানো হয় স্ক্যানিং মেশিন।

দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাজস্ব ফাঁকিরোধে ও বাণিজ্য সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে। যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি-রপ্তানি বাড়াতে বড় ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘বিগত স্বৈরাচার হাসিনা সরকারের শেষ সময়ে পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছিল না। এ কারণে সে সময় পর্যাপ্ত এলসি খোলা সম্ভব ছিল না। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে ডলার সংকট কেটে গেছে। এখন আর আমদানিকারকদের এলসি খুলতে সমস্যা হচ্ছে না।’

আরো পড়ুন
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর জন্য বেনাপোল স্থলবন্দরের পক্ষ থেকে সার্বক্ষণিক বন্দর খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা বন্দরে পণ্য লোড-আনলোড এবং আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বন্দরে নতুন করে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান জানান, বৈধ আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণের জন্য সময়োপযোগী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে বেনাপোলে সার্বিক আমদানি কমলেও রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩৬৩ দশমিক ৭৩ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৯ শতাংশের উপরে। এরূপ পরিস্থিতি বিরাজ করলে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এছাড়া রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি পণ্যের পরিমাণ ৬ দশমিক ৮৯ শতাংশ কমলেও রপ্তানি পণ্যের মূল্য ২৮ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশের মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬টি বন্দর দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে।

আরো পড়ুন
ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

 

এ বন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের পণ্য। আর রপ্তানি পণ্যের মধ্যে পাট, পাটের তৈরি পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল, টিস্যু পেপার, মেলামাইন ও মাছ উল্লেখযোগ্য।

মন্তব্য

মানিকগঞ্জে রাস্তায় পাওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মানিকগঞ্জে রাস্তায় পাওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে
সংগৃহীত ছবি

মানিকগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে এখনো এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আজ রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

নিহত ওই নারী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তার স্বামীর নাম অলক রঞ্জন গোস্বামী। তার সঙ্গেই ঢাকার উত্তরায় বসবাস করতেন তিনি। তার স্বামী রাজধানীর একটি বাইং হাউজে চাকরি করতেন।
তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

আরো পড়ুন
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

 

এর আগে গত শুক্রবার (৪ এপ্রিল) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় একটি বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, ‘কার্টনবন্দি নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় সনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তথ্য প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়।

এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের খবর দিয়ে তা হস্তান্তর করা হয়।’

আরো পড়ুন
ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

ভাঙ্গায় বিয়েবাড়িতে সংঘর্ষ, কনে না নিয়ে ফিরে গেল বরপক্ষ

 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।’

মন্তব্য

৮ দফা দাবিতে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
৮ দফা দাবিতে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ছবি: কালের কণ্ঠ

আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলেন জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।  

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন শামীম বলেন, সারাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্নভাবে তাদের ন্যায্য অধিকার উচ্চশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে বঞ্চিত হয়ে আসছে।

তার প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করে। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করে। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো লিগ্যাল নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করে। সারাদেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়। তারই ধারাবাহিকতায় নোয়াখালী এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে নোয়াখালী এটিআই ক্যাম্পাসের (ভিপি) রায়হান খান ও প্রতিনিধি আবদুল হান্নান হৃদয়সহ ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ