ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে কলেজ শিক্ষার্থীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ এপ্রিল) সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন ভোক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে সরিষাবাড়ী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

গ্রেপ্তার নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া। 

ওসি চাঁদ মিয়া বলেন, ‘নয়ন মাহমুদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’ 

মামলার এজাহারের বরাতে ওসি জানান, গ্রেপ্তার নয়ন মাহমুদ ও  ভুক্তভোগী তরুণী এক গৃহশিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় তাদের পরিচয় হয়।

এর পর থেকে দুজনের মধ্যে মোবাইলে অডিও-ভিডিও কলে দীর্ঘদিন কথাবার্তা চলে। এ সময় কৌশলে নয়ন মাহমুদ ওই তরুণীর ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। কিছুদিন পর ওই তরুণী তার সঙ্গে কথা বলা ও যোগাযোগ বন্ধ করে দেয়। এতে নয়ন ক্ষিপ্ত হয়ে তরুণীর ছবি ও ভিডিও এডিট করে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ও আত্মীয়-স্বজনের ইমো, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়।
পরে ভুক্তভোগী তরুণী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ায় রবিবার (৭ এপ্রিল) সরিষাবাড়ী থানায় নয়ন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
শেয়ার
ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকের
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্যানে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার উপজেলার এলাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চৈতন্য পাল ওই উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।

আরো পড়ুন
রাত পোহালেই বর্ষবরণ, ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়ার মৃৎশিল্পীরা

রাত পোহালেই বর্ষবরণ, ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়ার মৃৎশিল্পীরা

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার ফাজিলপুর এলাকা থেকে নিজের ভ্যানে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলেন চৈতন্য পাল।

পথিমধ্যে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


 

মন্তব্য
পাবনা

বাটার শো রুমে ইটপাটকেল ছুড়ে আটক ৪

পবানা প্রতিনিধি
পবানা প্রতিনিধি
শেয়ার
বাটার শো রুমে ইটপাটকেল ছুড়ে আটক ৪
সংগৃহীত ছবি

পাবনায় মিছিল থেকে বাটার শো রুমে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে তাদের আটক করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি দুপুর পৌনে ১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে আসার সময় সড়কের পাশের বাটার শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করে।

 

এসময় শোরুমের কয়েকটি গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ মিছিল থেকে চারজনকে আটক করে।

এর আগে, গত ৭ এপ্রিল বেলা ১১টার দিকে প্রথম ফিলিস্তিনের পক্ষে বড় একটি বিক্ষোভ মিছিল বের করে পাবনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

ওই দিনও লতিফ টাওয়ারের বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

মন্তব্য

রাত পোহালেই বর্ষবরণ, ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়ার মৃৎশিল্পীরা

আসাদুল করিম মামুন, কেন্দুয়া
আসাদুল করিম মামুন, কেন্দুয়া
শেয়ার
রাত পোহালেই বর্ষবরণ, ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়ার মৃৎশিল্পীরা
ছবি: কালের কণ্ঠ

রাত পোহালেই বর্ষবরণ, বৈশাখী মেলাকে রঙ্গিনসহ ঐতিহ্য টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন কেন্দুয়ার মৃৎশিল্পীরা। ন্যায্য মূল্য না পাওয়ায় তারা এ শিল্পকে নিয়ে হতাশ। এ শিল্পের ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা দাবি তাদের।

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বসবে বৈশাখী মেলা।

আরো পড়ুন
টানা দুই ম্যাচে জোড়া গোল, হাজার হতে কত বাকি রোনালদোর

টানা দুই ম্যাচে জোড়া গোল, হাজার হতে কত বাকি রোনালদোর

 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজার, সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার, রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী বাজার, গড়াডোবা ইউনিয়নে ভূঞারবাজার, উপজেলার পৌরসদরসহ আরো ছোট বড় বিভিন্ন বাজারে বসবে বৈশাখী মেলা ১৪৩২।

এমেলাগুলোকে রঙ্গিন করতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর ও মোজাফরপুর ইউনিয়নে গগডা গ্রামের মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি মৃৎশিল্পীরা তাদের এই ঐতিহ্য ধরে রাখতে বদ্ধ পরিকর বলে জানান তারা।

বৈশাখী মেলায় প্রধান উপকরণই হলো মৃৎশিল্পীদের হাতে তৈরি পণ্যগুলো। তবে শিশুরাই এই শিল্পের পণ্য বেশি কিনে থাকেন।

 

সরেজমিনে গিয়ে মৃৎশিল্পীদের ব্যস্ততা লক্ষ করা গেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে উপজেলার বলাইশিমুল ও মোজাফরপুর ইউনিয়নের লস্করপুর ও গগডা গ্রামে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েছে বহুগুণে। বাংলার হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প এখনো জীবন্ত রয়েছে এই দুই গ্রামে। পরিবার ভিত্তিক এই শিল্পে ব্যস্ত সময় পার করছেন নারী, পুরুষ, কিশোর-কিশোরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বলাইশিমুল ইউনিয়নে লস্করপুর গ্রামে গিয়ে দেখা যায়, ওই গ্রামের ৫ থেকে ৭টি পরিবার মাটি দিয়ে তৈরি করছেন নানান রকমের শিল্পপণ্য- ব্যাংক, পুতুল, ষাঁড়, গরু, ঘোড়া, হাতি, থালা-বাসনসহ নানা খেলনা ও গৃহসজ্জার সামগ্রী। এসব তৈরির জন্য  পুকুর, হাওর ও বিল থেকে সংগ্রহ করা হয়েছে কাদা মাটি। তৈরি শেষ হলে চলছে রঙ ও ভার্নিশের কাজ, অনেক ক্ষেত্রে ফুটিয়ে তোলা হচ্ছে চিত্রকর্মও।

আরো পড়ুন
পহেলা বৈশাখে বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা ও উৎসব

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটি শপিং মলে বৈশাখী মেলা ও উৎসব

 

এ ব্যাপারে ৬০ বছর বয়সী মৃৎশিল্পী নওমিতা রাণীর সঙ্গে কথা হলে তিনি জানান, আমাগোর পরিবার অনেক বছরেরও বেশি সময় ধরে এই কাজ করছি। পহেলা বৈশাখ, দুর্গাপূজা, ঈদ কিংবা স্থানীয় মেলা এলে কাজের চাপ অনেক বেড়ে যায়।

তখন পরিবারের ছোট-বড় সবাই সহযোগিতা করে। আমরা বাপ-দাদার পেশাকে ধরে রেখেছি, কারণ আমাদের আর কোনো পেশা জানা নেই। তবে এই শিল্প চর্চা অত্যন্ত কষ্টসাধ্য ও পরিশ্রমের। নেই আধুনিক কোনো প্রযুক্তি কিংবা যন্ত্রপাতির সহায়তা। সম্পূর্ণ হাতে গড়া এসব পণ্য আজো বাজারে কদর পাচ্ছে, তবে প্রয়োজন পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা।

মৃৎশিল্পীদের কাজ দেখতে আসা নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হারিফ উদ্দিন হানিফের সঙ্গে দেখা হলে তিনি বলেন, ‘এই শিল্প আমাদের বাঙালিয়ানা ও সংস্কৃতির জীবন্ত প্রতীক। যেভাবে তারা কাজ করছেন, তা না দেখলে বোঝা যাবে না কতোটা নিষ্ঠা ও শ্রম লাগে এতে।’

স্থানীয় আরেক বাসিন্দা রফিক বলেন, ‘এই শিল্পীদের জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতা করা হয় না। এ সহযোগিতা এখন সময়ের দাবি। তাদের পৃষ্ঠপোষকতা করা গেলে একদিকে যেমন এই ঐতিহ্য রক্ষা পাবে, অন্যদিকে নতুন প্রজন্মও আগ্রহী হবে এই শিল্পে।’

মুঠোফোনে উপজেলা মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের বাসিন্দা সাংবাদিক আবুল কাশেম আকন্দের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমাদের গ্রামের মৃৎশিল্পীরা অনেক কষ্ট করে এই শিল্পকে টিকিয়ে রেখেছেন। সরকারের সহযোগিতা পেলে তারা এ শিল্পকে আরো ব্যাপক প্রসারের মাধ্যমে পুরনো ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে।’

আরো পড়ুন
সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

 

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিকজন জিয়াউর রহমান জীবন বলেন, ‘এক সময় প্রায় প্রতিটি গ্রামেই দেখা যেত এমন মৃৎশিল্পের চর্চা। সময়ের সঙ্গে সঙ্গে কমে গেলেও লস্করপুর ও গগডা গ্রামের এই পরিবারগুলো এখনো সেই ধারা বহন করে চলেছে। প্রয়োজন শুধু একটু যত্ম ও সহযোগিতা- তাহলেই বাংলার এই ঐতিহ্যবাহী শিল্প ফিরিয়ে পাবে তার হারানো গৌরব।’

মন্তব্য

মায়ের ওড়না পেঁচিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

নকলা (শেরপুর) প্রতিনিধি
নকলা (শেরপুর) প্রতিনিধি
শেয়ার
মায়ের ওড়না পেঁচিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
সংগৃহীত ছবি

মাত্র ১১ বছর বয়সী সাজ্জাদ হোসেন মায়ের ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে শেরপুরের নকলা পৌরসভার জালালপুর ওয়ার্ডে। সাজ্জাদ হোসেন স্থানীয় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। জালালপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী রমজান আলীর বড় ছেলে সে।

স্থানীয়রা ও সাজ্জাদের চাচা কেনু মিয়া জানান, সাজ্জাদ দুই ভাইয়ের মধ্যে সবার বড় এবং ছোটবেলা থেকেই একটু দুষ্টুপ্রকৃতির ছিল। আজ রাত আনুমানিক ৮টার দিকে পড়ালেখা নিয়ে ভাতিজা সাজ্জাদকে ধমক দেন চাচা। পরে সেই অভিমানে ঘরে ঢুকে সাজ্জাদ ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। পরে পরিবারের লোকজন সাজ্জাদকে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখতে পায়।

তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ওই আত্মহত্যার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ