<p>রাজধানীর উত্তরার আজমপুরে ট্রাকের ধাক্কায় মো. মনির হোসেন (২২) নামে আহত বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি জি ফোর এস-এর সিকিউরিটি গার্ড ছিলেন।</p> <p>ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।</p> <p>মৃতের শ্বশুর মনির হোসেন বলেন, আমার মেয়ের স্বামীর নামও মনির হোসেন। সে উত্তরায় একটি কম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করত। রাতে তার ডিউটি ছিল। সকাল পর্যন্ত ডিউটি করে বুধবার সকাল ৭টার দিকে বাই সাইকেল চালিয়ে টঙ্গী হোসেন মার্কেটের বাসায় যাচ্ছিল সে। উত্তরা আজমপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। </p> <p>মৃত মনির ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চৌদাগ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।</p>