<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে অবশেষে ফেরি ও সি-ট্রাক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে সম্ভাব্য রুট এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ফলে দ্বীপ উপজেলাটির লাখ লাখ মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শিগগিরই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্দ্বীপের লাখো মানুষকে সুদীর্ঘকাল ধরে দেশের মূল ভূখণ্ডে আসা-যাওয়া ও পণ্য পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সন্দ্বীপ থেকে তাঁদের প্রথমে ১৮ কিলোমিটার সামুদ্রিক পথ অতিক্রম করে আসতে হয় কুমিরা ঘাটঘরে। এর পর ভিন্ন ভিন্ন পথে তাঁরা মহাসড়কে এসে গন্তব্যে পৌঁছান। এই উপায়ে যাত্রী পরিবহনের চেয়েও কঠিন হয়ে পড়ে পণ্য পরিবহন করা। দ্বীপটির ব্যবসায়ীরা একসঙ্গে বেশি পরিমাণ মালপত্র আনা-নেওয়াকে ঝুঁকি মনে করেন। এ কারণে ব্যবসায়ীরা ট্রাকযোগে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর মালপত্র আনার পর ছোট ছোট নৌযানে বহুবারে পণ্যগুলো নিজের প্রতিষ্ঠানে নিতে সক্ষম হন। এতে তাঁদের খরচ ও সময় অনেক বেশি খরচ করতে হয়। ব্যবসায়ীরা এই রুটে ফেরি চালুর জন্য বারবার দাবি জানিয়ে আসছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘকাল পরে হলেও গত শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া এলাকা পরিদর্শন করে বাঁশবাড়িয়া ও কুমিরা গুপ্তছড়া ঘাট রুটে ফেরি চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এতে যাত্রাপথ কমবে অন্তত চার কিলোমিটার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি চাই শিগরই এই রুটে ফেরি চলাচল শুরু হবে। আগামী জানুয়ারিতেই ফেরি চালানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া কুমিরা ঘাট থেকে সি-ট্রাক চলাচল করবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে হয়রানি কমবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিআইডব্লিউটিএর পরিচালক কে এম আরিফ উদ্দিন, বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিআইডব্লিউটিএর পরিচালক কে এম আরিফ উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা মহোদয়ের নির্দেশ পেয়ে আগামী জানুয়ারির মধ্যে সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি চালানোর জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছি। এই লক্ষ্যে উভয় পারে ড্রেজিং করতে হবে। তারপর পর্যায়ক্রমে অন্যান্য কাজ করে জানুয়ারিতেই ফেরি চালু করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>