<p>ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার শিরোমণি অব ফোর সার্চ অ্যান্ড রেসকিউ ইক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।</p> <p>মঙ্গলবার (২২ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রেস্তোরাঁয় মিলত ‘কোকেন পিৎজা’, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729599785-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রেস্তোরাঁয় মিলত ‘কোকেন পিৎজা’, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/22/1437954" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানে ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্টের (ইউআরপি প্রকল্প পরিচালক আরিফুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর কাছে উক্ত সরঞ্জাম হস্তান্তর করেন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।</p> <p>সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করেপোরেশন ইউআরপি প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে নানা ধরনের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রদান করছে। এর ধারাবাহিকতায় আজকে ৪টি ওয়াটার রেসকিউ বোট প্রদান করা হলো। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ সৃষ্টি করবে : পরিবেশ উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729599429-98cc6098a6bc10a4346f11844d109ac2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ সৃষ্টি করবে : পরিবেশ উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/22/1437951" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, হস্তান্তরকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে।</p>