<p style="text-align:justify">ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়, বিশেষ করে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যানজট লেগেই থাকে। এতে ভোগান্তিতে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। তবে আজ শুক্রবার টিএসসিসহ বিশ্ববিদ্যালয় এলাকা যানজটমুক্ত দেখা গেছে।</p> <p style="text-align:justify">জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। এতে করে বহিরাগত যানবাহন বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারছে না। সে কারণেই বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট লাগেনি।</p> <p style="text-align:justify">প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায়ের স্বার্থে প্রতিদিন এমন গাড়ি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে, অন্য দিনগুলোতে বিকেল ৫টা থেকে প্রবেশপথ দিয়ে যানবাহন চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।</p> <p style="text-align:justify">সাতটি প্রবেশমুখ হলো- পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়।</p> <p style="text-align:justify">সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে গাড়ি প্রতিরোধক ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে প্রক্টরিয়াল টিমের সদস্যসহ স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণ করছেন।</p> <p style="text-align:justify">এতে করে ক্যাম্পাসে কোনো গাড়িই প্রবেশ করতে পারছে না। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের গাড়িসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গাড়ি, অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেওয়া হচ্ছে।</p> <p style="text-align:justify">রাত ৮টায় শাহবাগ এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে প্রক্টরিয়াল টিমের দুজন সদস্য আছেন। তারা কোনো গাড়ি প্রবেশ করতে না দিলেও প্রাইভেট কারসহ কয়েকটি গাড়ি, রিকশা উল্টো পথ দিয়ে ক্যাম্পাস এলাকায় ঢুকছে।</p> <p style="text-align:justify">সেখানে অবস্থানরত প্রক্টরিয়াল টিমের একজন সদস্য বলেন, ‘আজকে দুপুর থেকে আমরা গাড়ি নিয়ন্ত্রণ করছি। আজকে প্রথম দিন হওয়ায় অনেকেই মানতে চাচ্ছেন না। তারা জোর করে হলেও ক্যাম্পাসে ঢুকবেন, এমন পরিস্থিতি করছেন।’</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘আজকে এক বন্ধুর সাথে সন্ধ্যার পর ক্যাম্পাসে চা খেতে বের হয়েছিলাম। আজকে শুক্রবার হওয়ায় ভেবেছিলাম ভিড় ঠেলে টিএসসি যেতে হবে। তবে অন্যান্য শুক্রবার বা শনিবারের মতো আজকে তেমন ভিড় ও যানজট ছিল না। ক্যাম্পাসের ভেতরের রাস্তায়ও এত গাড়ি ও রিকশা দেখতে পাইনি, যেটা প্রতিদিন দেখতে পাই। অনেক স্বস্তিদায়ক ছিল আজকে ক্যাম্পাসের পরিবেশ।’ </p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বলেন, ‘শুক্রবারের ক্যাম্পাসে বের হতে ভয় পেতাম অতিরিক্ত যানজটের কারণে। কিন্তু আজকে এমন কিছু দেখতে পাইনি। ক্যাম্পাসে যানজট তেমন ছিলই না। প্রশাসন যদি সবসময় এমন করে যানবাহন নিয়ন্ত্রণ করে, তাহলে খুবই ভালো হবে।’</p> <p style="text-align:justify">বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পুরো ডিসেম্বর মাস এমন করে যানবাহন নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়েছি; শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই। এ বিষয়ে আমরা নগরবাসীর সহায়তা কামনা করছি।’</p>