<p>কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। তার মরদেহ উদ্ধার করে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত বলে জানান।</p> <p>শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাতে একটি পলিথিন মোড়ানো নবজাতকটিকে দুই-তিনটি কুকুর টানাহেঁচড়া করছিল। ওই সময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে‌।</p> <p>তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর মৃত ওই নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে যায়।</p>