<p>রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ জহির উদ্দিন জানান, খবর পেয়ে ঢাকা ও মাওয়া মহাসড়কে মাওয়াগামী হানিফ ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশে ফুটপাত থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ওই তরুণী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ ব্যাপারে আরো বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।</p> <p> </p>