পবিত্র রমজান মাসে ইফতারের আগমুহূর্তে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে মেট্রো রেলে। বিকেল হতেই মেট্রো রেলের কয়েকটি স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। কারণ কোনো ভাবে ট্রেনে উঠতে পারলেই স্বল্প সময়ে বাসায় ফেরা সম্ভব। এই আশা থেকেই ঝুঁকি নিচ্ছেন যাত্রীরা।
নারী কোচে পুরুষ প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ
অনলাইন প্রতিবেদক

আবার অনেক পুরুষ যাত্রী নির্ধারিত বগিতে জায়গা না পেয়ে সংরক্ষিত নারী কোচে প্রবেশ করছেন। এতে প্রায়শই নারীদের সঙ্গে বাগবিতণ্ডা ঘটনাও ঘটছে। সম্প্রতি মতিঝিল থেকে উত্তরাগামী একটি মেট্রো রেলে নারীদের কোচে উঠে পড়া পুরুষ যাত্রীদের বিরুদ্ধে নারী ও শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ করেছেন এক নারী যাত্রী।
গত বুধবার নিলুফার পারভিন মিতু নামের এক যাত্রী ‘বাংলাদেশ মেট্রো রেলওয়ে ইনফরমেশন’ নামে ফেসবুক গ্রুপে লেখেন, নারীদের জন্য সংরক্ষিত বগিতে ওই সময় ১০ থেকে ১২ জন পুরুষ ছিল। তারা বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিশুসহ নারীদের শ্লীতাহানি করেন বলে অভিযোগ করেন। ফার্মগেট স্টেশন ছাড়ার পর এক নারী কাঁদতে কাঁদতে দরজার দিকে এসে ট্রেন থেকে বের হওয়ার জায়গা দিতে বলেন। সে সময় ওই নারী ও তার শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা বলেন।
এ ঘটনার পরেই নড়েচড়ে বসেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন নারীদের সংরক্ষিত কোচের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর একটি কাগজে লেখা হয়েছে, প্রথম কোচ শুধু মহিলা যাত্রীদের জন্য। এ ছাড়া মহিলা কোচে যেন পুরুষ যাত্রী না ওঠেন তা দেখার জন্য একজন নিরাপত্তকর্মীও রাখা হয়েছে। কয়েকটি মেট্রোস্টেশনে এ ব্যবস্থা নিতে দেখা গেছে।
সম্পর্কিত খবর

ধানমণ্ডিতে যুবলীগের কেন্দ্রীয় নেত্রীসহ আটক ৩
অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমণ্ডি-২৭ নম্বর এলাকায় ধাওয়া দিয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫) সহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (২১ মার্চ) ইফতারির পর আওয়ামী লীগের ২৫-৩০ জন নেতাকর্মী ওই এলাকায় মিছিলের চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটককৃত অন্য দুজন হলেন- সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে গ্রেপ্তার ৮
অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক।
তিনি জানান, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে।
এ সময় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারসহ (এসি) ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৭ মার্চ রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ। সেখান থেকে ৩৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

‘ম্যাগনেটিক কয়েন’ প্রতারক চক্র, লোভে সর্বনাশ
অনলাইন ডেস্ক

নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ঢাকার আদাবর থানা এলাকার প্রিন্স বাজার, শেখেরটেক, সূচনা কমিউনিটি সেন্টার ও কৃষি মার্কেটসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ইফতেখার আহম্মেদ (৪৪), আবু নাঈম মো. ফাইজানুল হক ওরফে ডক্টর নাঈম (৪৮), মো. আব্দুল হালিম তালুকদার কুরাইশি (৪২) ও আবুল কালাম আজাদ (৪৬)।
তাদের কাছ থেকে চারটি 'এন্টিক মেটাল কয়েন' (ধাতব মুদ্রা), ৫০ লাখ টাকার একটি ব্যাংক চেক, নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, প্রতারকরা ধাতব মুদ্রার উচ্চমূল্যের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করত। ভুক্তভোগী মিজানুর রহমানকে তারা কয়েনের মূল্য ২০ বিলিয়ন ডলার বলে বিভ্রান্ত করে ১ কোটি ৭০ লাখ টাকা নেয়।
ডিসি ইবনে মিজান জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য এবং এর আগেও এভাবে বহু মানুষকে প্রতারণা করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।
অপরদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।