<p>টেলিভিশন নাটক, ওটিটি কিংবা সিনেমা—তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন আবু হুরায়রা তানভীর। প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন এবং ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের কাজ উপহার দিয়ে যাচ্ছেন। সেই তুলনায় সাধুবাদও পাচ্ছেন বেশ। সম্প্রতি চলচ্চিত্র ‘৩৬ ২৪ ৩৬’ ও সিরিজ ‘ফ্রেঞ্জি’ মুক্তি পেয়েছে অভিনেতার। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না...</strong></p> <p>শুটিং চলছে—তন্ময় খানের নাটক ‘স্বার্থপর’-এর। আমার সঙ্গে আছেন সেমন্তী সৌমি। টঙ্গী এলাকায় আমরা শুটিং করছি সকাল থেকে। আসলে সূর্য ডুবে যাওয়ার আগে কয়েকটি দৃশ্য শেষ করার জন্য পুরো ইউনিট ব্যস্ত ছিল, আমিও সেই ব্যস্ততার অংশীদার।</p> <p><strong>পর্দায় বেশ ঘন ঘন পাওয়া যাচ্ছে আপনাকে।</strong> <strong>ব্যস্ততাও নিশ্চয়ই অনেক?</strong></p> <p>বলতে পারেন সেটা। আগামী তিন মাস বুকড। শিডিউল ফাঁকা নেই। নতুন করে কাউকে শিডিউলও দিচ্ছি না। পরিবারকে একটু সময় দিতে চাই, একটা ভ্যাকেশন কাটাতে চাই। মার্চের প্রথম সপ্তাহ দেশের বাইরে কোথাও যাব পরিবারের সদস্যদের নিয়ে।</p> <p><strong>জাহিদ প্রীতমের সিরিজ </strong><strong>‘</strong><strong>ফ্রেঞ্জি</strong><strong>’</strong><strong> মুক্তি পেয়েছে। সাড়া পাচ্ছেন কেমন?</strong></p> <p>বেশ ভালো। দর্শক নতুন একটা টেস্ট পেয়েছেন। কেউ কেউ একাধিকবার দেখেছেন—এমন রিভিউও পাচ্ছি। আমার ক্যারেক্টরটা নিয়েও আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিজের সংলাপ নিয়েও চর্চা হচ্ছে।</p> <p><strong>সিরিজে আপনি শাহরুখ খানের ভক্ত। বাস্তবেও শাহরুখ আপনার প্রিয়?</strong></p> <p>তারকা শাহরুখের চেয়ে ব্যক্তি শাহরুখকে বেশি পছন্দ করি আমি। ইন্টেলেকচুয়াল জায়গাটায় তাঁর উচ্চতা অনেক। দিন দিন তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আমি সেটাকে অ্যাপ্রোশিয়েট করি। তাঁর মতো ব্যক্তিত্বপূর্ণ মানুষ হওয়াটা কঠিন। তিনি সেই কঠিনকে সহজ করে নিয়েছেন নিজের কাজের মাধ্যমে।</p> <p><strong>প্রথম ছবি </strong><strong>‘</strong><strong>গহীন বালুচর</strong><strong>’</strong><strong>-এ ছিলেন নায়ক। এরপর </strong><strong>‘</strong><strong>বুকের মধ্যে আগুন</strong><strong>’</strong><strong> সিরিজে হয়েছেন খলনায়ক। নায়ক থেকে খলনায়ক হওয়ার চ্যালেঞ্জটা নিলেন কেন?</strong></p> <p>আমি আসলে অভিনেতা হতে চাই। নায়ক, খলনায়ক বা পার্শ্বচরিত্র—প্রত্যেকেই কিন্তু অভিনেতা। চরিত্রের প্রয়োজনে কেউ নায়ক হচ্ছেন, কেউ খলনায়ক হচ্ছেন আবার কেউ পার্শ্বচরিত্রে। আমার দরকার অভিনয় করা, আমি সেটাই করে যাচ্ছি। কখনো নায়ক হয়েছি, আবার কখনো খলনায়ক। এখানে চ্যালেঞ্জের কিছু ছিল না।</p> <p><strong>এ মাসেই </strong><strong>‘</strong><strong>৩৬ ২৪ ৩৬</strong><strong>’</strong><strong> মুক্তি পেয়েছে সিনেমা হলে। ছবিটি সাড়া পেয়েছে কেমন?</strong></p> <p>নির্মাতার যে টার্গেট ছিল সেটা পূরণ হয়েছে। এটি কমেডি ঘরানার ছবি। দর্শক যারা হলে গিয়ে ছবিটি দেখেছেন তাদের রিঅ্যাকশন ভালো বলেই শুনেছি। গান ভালো, সংলাপগুলোও মজার। দর্শক নতুন একটা স্বাদ পেয়েছেন। শিগগিরই চরকিতে আসবে ছবিটি, যারা দেখেনি দেখতে পারবে।</p> <p><strong>ক্যারিয়ারের ১৪ বছর পার করেছেন এরই মধ্যে। যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন তার কতটুকু পূরণ হয়েছে?</strong></p> <p>সত্যি বলতে, আমি কোনো লক্ষ্য নিয়ে শুরু করিনি। আপনি টার্গেট নির্ধারণ করলে ঠিক সেই জায়গায় গিয়েই কিন্তু থেমে যাবেন। আর এগোনোর জায়গা থাকবে না। আমি শুরু থেকে কাজে বিশ্বাসী। কাজই নির্ধারণ করবে আমি কোথায় পৌঁছাব। আমি নির্ধারণ করার কেউ নই তো।</p> <p><strong>ওটিটি, চলচ্চিত্র, নাটক</strong><strong>—</strong><strong>তিন মাধ্যমে নতুন কী করছেন?</strong></p> <p>শুরুতেই বলেছি, সামনের তিন মাস দম ফেলার সুযোগ নেই। বুঝতেই তো পারছেন, কাজ করে চলছি। এখন একটা কালচার দাঁড়িয়ে গেছে, লুকিয়ে কাজ করা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফরমগুলোতে নির্মাণ শেষেও কিছু বলা যায় না, যতক্ষণ না নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান মুখ খোলে। তবে আশ্বস্থ করছি, ওটিটি, চলচ্চিত্র, নাটক—তিন মাধ্যমের বেশ কিছু কাজ হাতে আছে। সময় হলে জানতে পারবেন।</p>