<p>প্রতি বছর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হয় অসংখ্য নাটক। দর্শকদের কাছে বরাবরই আকর্ষনীয় এই নাটকগুলো। এবারও ভালোবাসা দিবসকে সামনে রেখে ইতোমধ্যেই ব্যস্ত শোবিজ অঙ্গন। দিবসটিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অনেক নাটক। একই দিনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী সাফা কবির।</p> <p>সাফা এরইমধ্যে শেষ করেছেন একাধিক নাটকের শুটিং। যার দুটি নাটক ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে একই দিবসের জন্য নির্মিতব্য আরও একাধিক নাটকের কাজ। আগামী বেশ কিছুদিন এসব নাটকের টানা শুটিং করবেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, প্রত্যেকটি নাটকের গল্প এবং তার চরিত্রে রয়েছে বৈচিত্র্য।</p> <p>এ প্রসঙ্গে সাফা গণমাধ্যমকে বলেন, ‘চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রমী গল্পের কাজ উপহার দিতে। আমি নিজেও গল্প এবং চরিত্রের বিষয়ে বেশ সচেতন। ভালোবাসা দিবস উপলক্ষ্যে অনেকগুলো কাজ করছি। এটুকু বলতে পারি, প্রত্যেকটি কাজেই ভিন্নতা থাকবে। নাটকগুলোতে শুধুই যে ছেলেমেয়ের মধ্যেই ভালোবাসা বা প্রেমের গল্প হবে এমন নয়। ভালোবাসা নানা রূপে ফিরে আসে। কখনো বন্ধু রূপে, কখনো পরিবারের ভালোবাসা হয়ে। আশাকরি প্রত্যেকটি নাটক দর্শক সমাদৃত হবে ও তাদের প্রশংসা কুড়াবে।’</p> <p>নিজের ভালোবাসার কথা উল্লেখ করে এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি ভালোবাসায় ও প্রেমে মজে আছি। তবে সেটি আমার কাজের সঙ্গে। অনেকেই হয়তো ভাবতে পারেন, বলার জন্যই শুধু বলছি। বিষয়টি মোটেও এমন নয়। সত্যিই এখন কাজ ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার পেশাকে অনেক বেশি ভালোবাসি। এ পেশার প্রেমেই ডুবে আছি। কাজের মধ্যে এতটাই ডুবে আছি যে, অন্যদিকে নজর দেওয়ার সময় পাচ্ছি না।’</p>