ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। মঙ্গলবার (২৫ মার্চ) সেখানে সিনেমার প্রদর্শন দেখতে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকে তারা।
এ সময় এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় শাকিব ভক্তদের।
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়ক ওমর সানী।
আরো পড়ুন
‘শাকিব, তুমি বিষয়টি দেখো’, কাজী হায়াতের গাড়ি আটকানো প্রসঙ্গে মারুফ
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে ওমর সানী লিখেছেন, ‘কাজী হায়াত কিংবদন্তির নাম।
যদিও তার সাথে আমার কোনো ছবি নেই। কিন্তু উনাকে শ্রদ্ধা করি। উনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক।’
অভিনেতা মনে করেন কাজী হায়াতের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।
তার কথায়, ‘আমার কাছে মনে হয়েছে এটি ইনটেনশনালি করা।’
সর্বশেষে ওমর সানী লিখেছেন, ‘যা-ই হোক আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার নয়।’
আরো পড়ুন
‘গাড়ি-বাড়ি সম্পত্তির জন্যই অভিনয়ে এসেছিলেন?’, বর্ষাকে প্রশ্ন রেসির
এদিকে ওমর সানীর এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। শাকিবের পক্ষ নিয়ে যেমন অনেকে মন্তব্য করেছেন, কেউ কেউ আবার ওমর সানীর কথাতেও যুক্তি দেখেছেন।
একজন প্রবীণ নির্মাতার সঙ্গে এ ধরনের ব্যবহার মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন অনেকে।
আরো পড়ুন
যত দিন আয়ু লেখা আছে, তত দিনই বাঁচব : সালমান খান
‘বরবাদ’-এর আনকাট সেন্সরের দাবিতে মঙ্গলবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন শাকিবভক্তরা। দুপুর ১২টার দিকে শাকিবিয়ানরা একসঙ্গে জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে! সিনেমার প্রদর্শন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তার গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা। কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা উত্তপ্ত বাক্যবিনিময় করে।