প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান, একটা সময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত এমন খবর। অভিনেত্রীর বাড়ির নিচে ভোররাতে শাহরুখের গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট গায়ে ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর!
এর পর বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় মুম্বাই ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান ‘দেশি গার্ল’। অন্যদিকে, শাহরুখ নতুন করে বলিউডে ঝড়ো ব্যাটিং শুরু করেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এ যাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি।
তবে এবার শোনা যাচ্ছে, কলকাতাতে দুই দশক পর মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ আর প্রিয়াঙ্কা। আর সেই জল্পনা সত্যি হলে ঝড় উঠতে চলেছে!

গত বছর আম্বানিদের পার্টিতে যোগ দেওয়ার জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বলিউড বাদশাহ সেই অনুষ্ঠানে গিয়েছিলেন চুপিসারে মধ্যরাতে, দেশি গার্ল বেরিয়ে যাওয়ার পর। সেই খবর নিয়েও বলিউডে কম কানাঘুষা হয়নি!
বলিউড অন্দরমহলের সূত্রে খবর, একে-অপরকে এড়িয়ে যাওয়ার জন্যই ভিন্ন সময়ে পার্টিতে যোগ দেন তারা।
এবার কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।
মুখোমুখি কি হবেন তারা? কিংবা মায়ানগরী থেকে বহুদূরে এই কলকাতাতেই মিটবে শাহরুখ-প্রিয়াঙ্কার মান-অভিমান? এমন সব কৌতূহল অস্বাভাবিক নয়!
প্রতিবারের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো।সালমান খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কে নেই সেই অতিথি তালিকায়!

প্রাথমিকভাবে সূত্র মারফত খবর, আগামী ২২ মার্চ ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ এবং ‘ভাইজান’ সালমান।
শাহরুখ আসবেন কেকেআর তারকাদের উৎসাহ দিতে। আর সালমান আসবেন নিজের পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর প্রমোশনে।
জানা গেছে, অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে পারফরম করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ আহুজা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। এছাড়া আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে শনিবারের ইডেনে চাঁদের হাত বসতে চলেছে।
অতিথি তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত করিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে সকলেই উপস্থিত থাকছেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না! কিন্তু শাহরুখ-প্রিয়াঙ্কা একমাঠে থাকলে যে দুই তারকার অনুরাগী শিবিরের উন্মাদনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য।