<p>সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। আগের বিজ্ঞপ্তিতে ৩ হাজার ১৭ জন নিয়োগ দেওয়ার কথা বলা হলেও নতুন এই বিজ্ঞপ্তিতে পদ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫২৪টি। পদের ধরন ১৪টি । অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতে এসব জনবল নেওয়া হবে। আবেদন করতে হবে ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে। </p> <p><br /> <strong>পদের বিবরণ: </strong></p> <p>১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-৫টি<br /> যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।<br /> বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)</p> <p>২. সার্ভেয়ার-৮৫টি<br /> যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)</p> <p>৩.ট্রাভার্স সার্ভেয়ার-৪টি<br /> যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)</p> <p>৪. কম্পিউটার-৮টি<br /> যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)</p> <p>৫. ড্রাইভার-১২টি<br /> যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)</p> <p>৬. নাজির কাম ক্যাশিয়ার-১৭টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-২১টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>৮. পেশকার-৩৭৮টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>৯. রেকর্ডকিপার-২৯১টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>১০. খারিজ সহকারী-৪৭৪টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>১১. যাঁচ মোহরার-৪২২টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>১২. কপিস্ট কাম বেঞ্চ সহকারী-৪৮০টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)</p> <p>১৩. অফিস সহায়ক-১৮২টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)</p> <p>১৪. চেইনম্যান-১৪৫টি<br /> যোগ্যতা: এসএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)</p> <p><br /> <strong>আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি:</strong> <a href="http://dlrs.teletalk.com.bd" target="_blank">http://dlrs.teletalk.com.bd</a></p>