<p style="text-align:justify">অনেকেরই বর্ষাকাল ভালো লাগে। তবে এই বর্ষাকাল আবার বিপদেরও কারণ হতে পারে। এই বর্ষাকালে দেখা দেয় পানিবাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগ। এর মধ্যে বাড়ে মশার উপদ্রব। মশার সঙ্গে সংশ্লিষ্ট এমন কিছু রোগ আছে, সময়মতো চিকিৎসা না পেলে মানুষের জীবনের ওপরও সরাসরি প্রভাব পড়ে। এই ছোট প্রাণীগুলো কতটা বিপজ্জনক হতে পারে, সে সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিবছর বিশ্ব মশা দিবস পালিত হয়।</p> <p style="text-align:justify">অনেকেই ভাবেন মশা শুধু ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগই ছড়ায়। কিন্তু এসব ছাড়াও এই মশা অন্যান্য আরো রোগ ছড়াতে পারে। চলুন, জেনে নেওয়া যাক, এই রোগগুলো কী এবং তাদের লক্ষণগুলো কী কী।</p> <p style="text-align:justify"><strong>ডেঙ্গু</strong></p> <p style="text-align:justify">ডেঙ্গু রোগটি মশার কামড়ে ছড়ানো একটি মারাত্মক রোগ। এই রোগটি ডেঙ্গু ভাইরাস দ্বারা ছড়ায়, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ব্যক্তির শরীরে প্রবেশ করে। সংক্রমিত মশা কামড়ালে ভাইরাস রক্ত প্রবাহে প্রবেশ করে এবং পরে তার প্রভাব দেখা দিতে শুরু করে। </p> <p style="text-align:justify"><strong>ডেঙ্গুর লক্ষণ</strong></p> <ul> <li style="text-align:justify">উচ্চজ্বর</li> <li style="text-align:justify">মাথা ব্যথা </li> <li style="text-align:justify">বমি বমি ভাব </li> <li style="text-align:justify">ক্লান্তি </li> </ul> <p style="text-align:justify"><strong>ম্যালেরিয়া </strong></p> <p style="text-align:justify">ম্যালেরিয়া একটি বিশেষ ধরনের পরজীবী দ্বারা হয়। যা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে। গর্ভবতী নারী এবং শিশুদের ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি বেশি। </p> <p style="text-align:justify"><strong>ম্যালেরিয়ার লক্ষণ</strong></p> <ul> <li style="text-align:justify">ঠাণ্ডা অনুভব করা </li> <li style="text-align:justify">ডায়রিয়া </li> <li style="text-align:justify">চাপ ও ক্লান্তি </li> <li style="text-align:justify">শরীরের ব্যথা </li> <li style="text-align:justify">জ্বর </li> <li style="text-align:justify">মাথা ঘোরা </li> <li style="text-align:justify">রক্তশূন্যতা </li> </ul> <p style="text-align:justify"><strong>চিকুনগুনিয়া </strong></p> <p style="text-align:justify">এডিস ইজিপ্টি ও এডিস অ্যালবোপিকটাস মশা চিকুনগুনিয়া ছড়ানোর জন্য দায়ী। চিকুনগুনিয়া হয় যখন চিকুনগুনিয়া ভাইরাস (যা আলফাভাইরাস নামেও পরিচিত) একজন ব্যক্তিকে কামড়ায়। </p> <p style="text-align:justify"><strong>চিকুনগুনিয়ার লক্ষণ </strong></p> <ul> <li style="text-align:justify">জ্বর </li> <li style="text-align:justify">জয়েন্টে ব্যথা </li> <li style="text-align:justify">ফুসকুড়ি </li> </ul> <p style="text-align:justify"><strong>জিকা ভাইরাস </strong></p> <p style="text-align:justify">এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়। জিকা ভাইরাস মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এটি খুবই বিপজ্জনক। কোনো গর্ভবতী নারী যদি এর শিকার হন, তাহলে সেই শিশুর মস্তিষ্ক ছোট থাকতে পারে। </p> <p style="text-align:justify"><strong>জিকা ভাইরাসের লক্ষণ</strong></p> <ul> <li style="text-align:justify">জ্বর</li> <li style="text-align:justify">পেশিতে ব্যথা </li> <li style="text-align:justify">চোখ লাল </li> <li style="text-align:justify">মাথা ব্যথা </li> </ul> <p style="text-align:justify"><strong>হলুদ জ্বর </strong></p> <p style="text-align:justify">হলুদ জ্বর একটি বিশেষ ধরনের সংক্রমণ, যা মশা দ্বারা ছড়ায়। সময়মতো চিকিৎসা না করলে এটি প্রাণঘাতীও হতে পারে। </p> <p style="text-align:justify"><strong>হলুদ জ্বরের লক্ষণ</strong></p> <ul> <li style="text-align:justify">মাথা ব্যথা </li> <li style="text-align:justify">বমি বমি ভাব </li> <li style="text-align:justify">মেরুদণ্ডের প্রদাহ </li> <li style="text-align:justify">জ্বর ও বমি</li> </ul> <p style="text-align:justify">তাই বর্ষায় যেকোনো ধরনের অসুখের সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।</p> <p style="text-align:justify">সূত্র : বোল্ডস্কাই</p>