<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫২ জন রোগী। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১২০ জনে, তাদের মধ্যে মারা গেছে ৪২২ জন। আক্রান্তদের এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ। এ বছর মোট ভর্তির মধ্যে ৪৮ হাজার ৮৯১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ২২৯ জন। মৃতদের মধ্যে ১৮৬ জন চিকিৎসাধীন ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর সর্বোচ্চ মৃত্যু উত্তর সিটির বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরে মৃত্যু বেশি হয়েছে বরিশাল বিভাগে।</span></span></span></span></span></p>