<p>পৃথিবীতে নানা রকম দিবস রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দিবসের পাশাপাশি কিছু মজার দিবসও রয়েছে। বিশ্বব্যাপী এসব দিবস পালন করা হয়ে আসছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেমনই একটি দিবস। আজ ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা বন্ধুকে টাকা ফেরতের দিন। আমেরিকায় ঘটা করে পালন করা হয়ে থাকে দিবসটি।</p> <p>জানা যায়, ব্যাংক অব আমেরিকা এই দিবসকে তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবে নিয়েছিল। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে। যেগুলোতে এই দিবসে হাজার হাজার ডলার বিনিময় হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729150226-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436075" target="_blank"> </a></div> </div> <p>বন্ধুদের মধ্যে টাকা ধার নেওয়া একটি প্রচলিত ব্যাপার। তবে এমন অনেক বন্ধুই আছে যারা টাকা ধার নিয়ে সময় মতো ধারের টাকা পরিশোধ করে না। আর এতে সম্পর্কের অবনতি ঘটে, বেড়ে যায় দূরত্ব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>বন্ধু ছাড়া জীবন যেমন আনন্দ-রসহীন তেমনি টাকা ছাড়াও আমাদের একটি দিন কাটানোর কথা আমরা ভাবতে পারি না। জীবনে টাকা ও বন্ধু দুইটারই গুরুত্ব অনেক। তাই টাকার জন্য বন্ধুত্বের সম্পর্কের অবনতি না ঘটে সেজন্য বন্ধুদের কাছ থেকে নেওয়া ধারের টাকা যথাসময়ে পরিশোধ করা জরুরি। তাই বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের কাছ থেকে নেওয়া ধারের টাকা আজ-ই পরিশোধ করুন।</p>