<p style="text-align:justify">ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একটি ফিলিস্তিনি শিশু— এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শিরোনামে ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন মাধ্যমে মানুষ ভিডিওটি শেয়ার করছেন। </p> <p style="text-align:justify">ভিডিওটি সত্যি হলেও তা ফিলিস্তিনের নয় এবং শিশুটি ধ্বংসস্তূপে আটকে পড়েনি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বুমবিডি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর এই ছবিটি কি আসল?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730098264-16159df1b9b4695c4f877735195c8868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর এই ছবিটি কি আসল?</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/10/28/1440028" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ফ্যাক্টনামাহ নামে ইরানভিত্তিক একটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক প্রতিবেদনে তারা জানিয়েছে, ভিডিওটি সিরিয়ার। কীওয়ার্ড সার্চ করে একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, 'মেয়েটির আর কোনো কাজ নেই সে শুধু সারাদিন খেলা করে এবং বাড়ির বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং সে সিরিয়ায় থাকে গাজায় নয়।' এই অ্যাকাউন্টে একইধরনের আরও একটি ভিডিও পাওয়া যায় যেখানে দেয়ালের অপর পাশ থেকে ভিডিও ধারণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে একটি দেয়ালে ছোট একটি গর্ত রয়েছে এবং মেয়েটি গর্তের কাছে মুখ নিয়ে খেলা করছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="প্রধান উপদেষ্টাকে নিয়ে গুজব ছড়াচ্ছে রিপাবলিক বাংলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730967786-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">প্রধান উপদেষ্টাকে নিয়ে গুজব ছড়াচ্ছে রিপাবলিক বাংলা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/11/07/1443846" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">বাংলাদেশের ভিডিওটি যে শিরোনামে শেয়ার করা হচ্ছে সেটি সঠিক নয়। ভিডিওটি গাজার কোন শিশুর ধ্বংসস্তূপে আটকে পড়ার নয় বরং সিরিয়ার একটি শিশুর নিজ বাড়িতে খেলা করার দৃশ্য এটি। </p>