<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা সমর্থিত এবং মার্কিন সমর্থিত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় ড্রোন হামলায় তুরস্কের কুর্দিস্তানের দুই সাংবাদিক নিহত হয়েছেন। তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং একটি এনজিও গতকাল শুক্রবার এই খবর জানিয়েছে। তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত বৃহস্পতিবার তিশরিন বাঁধের কাছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো শহরের এক শ কিলোমিটার পূর্বে তুর্কি সমর্থিত যোদ্ধা ও সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ের সংবাদ সংগ্রহের সময় উত্তর সিরিয়ায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নাজিম দাস্তান ও চিহান বিলগিন নামে ওই দুই সাংবাদিক কুর্দি মিডিয়া আউটলেটের হয়ে কাজ করতেন। তুরস্কভিত্তিক ডিকল-ফিরাত সাংবাদিক সমিতি গতকাল বলেছে, তিশরিন বাঁধের কাছে একটি রাস্তায় তুর্কি ড্রোন তাদের বহনকারী গাড়িটিতে হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে। সূত্র : সিবিএস নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>