<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এক দিনে অন্ততপক্ষে ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৭৪ জন। গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় হতাহতের এই তথ্য জানায়। এদিকে অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে হামলা চালিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডক্টর উইদাউট বর্ডার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা মৃত্যুফাঁদ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে এক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন চালানোর পরিষ্কার লক্ষণ রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ধ্বংসাত্মক রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৫ হাজার ২০৬ জন নিহত এবং এক লাখ সাত হাজার ৫১২ জন আহত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মসজিদে আক্রমণের ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপের আহবান ফিলিস্তিনের </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা গ্রামটির একটি মসজিদেও হামলা চালায়। তারা মসজিদ পুড়িয়ে দেয় ও ভাঙচুর করে। পশ্চিম তীরের সালফিট শহরের উত্তরে অবস্থিত মারদা গ্রামের এই ঘটনায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে মন্ত্রণালয়। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি বলেছে, দখলকৃত পশ্চিম তীরের সালফিটের গভর্নর আবদুল্লাহ কামিল মারদা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডের ঘটনায় ইসরায়েলি সরকারকেই সম্পূর্ণভাবে দায়ী করেছেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গাজায় সুপেয় পানি সরবরাহব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করে ফিলিস্তিনিদের পানি বঞ্চিত করে ইসরায়েল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণহত্যামূলক কর্মকাণ্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি। এ ছাড়া ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছে সংস্থাটি। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></p> <p> </p> <p> </p>