<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভারী যানবাহন চলাচল ঠেকাতে পলাশী মোড়ে ব্যারিকেড দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে সমস্যায় পড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।</p> <p>আজ বুধবার সকাল ৭টায় ব্যারিকেড বসিয়ে অবস্থান নেন তারা। আজিমপুরের অদূরে পলাশী মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশমুখে ব্যারিকেড দেওয়ায় এ পথে চলাচল বন্ধ হয়ে গেছে সবধরনের যানবাহনের।</p> <p>হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তা বন্ধ করে দেয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরের উদয়ন ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকসহ অসংখ্য মানুষের সমস্যায় পড়তে হয়। অনেকেই আজকের মতো ভেতরে প্রবেশ করতে দেয়ার অনুরোধ জানালেও অবরোধকারী শিক্ষার্থীরা তা শোনেননি।</p> <p>রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে অবরোধকারীরা গণমাধ্যমকে জানান, ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে হল সংসদ নেতাদের নির্দেশে রাস্তা বন্ধ করা হয়েছে।</p> <p>সকাল ৭টায় শিক্ষার্থীরা এ রাস্তায় ব্যারিকেড বসায়। ব্যারিকেড থাকায় সব গাড়িকে বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। রাস্তাটি বন্ধ থাকায় রাজধানীর নীলক্ষেত ও বকশিবাজার মোড়ের রাস্তায় যানবাহনের চাপ বেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।</p>