ধানমণ্ডি সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে সমাজ উন্নয়নে কাজ করা সংগঠনটি।
আজ রবিবার বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধানমণ্ডি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ সদস্যরা।
শুরুতে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর স্বাগত বক্তব্য উপস্থাপনের পর পরই উপস্থিত সকলে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
জানা যায়, ধানমণ্ডি এলাকার উন্নয়নকল্পে ধানমণ্ডি সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। যার মধ্যে মেডিক্যাল ক্যাম্প, হকার উচ্ছেদ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম অন্যতম।
সংগঠনটি বৃক্ষরোপণ ও সবুজায়ন করে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি ধানমণ্ডির যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে কার্যকরী সদস্যরা জানান, ধানমণ্ডি সোসাইটি দেরিতে কাজ শুরু করলেও ধানমণ্ডি এলাকায় এটি সমাজ উন্নয়নমূলক একমাত্র রেজিস্টার সংগঠন। এই সংগঠন যেহেতু শিশুর মতো, তাই বিভিন্ন কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো জানান, এখনো শতভাগ সফলতা পাওয়া যায়নি কিছু ভুল ভ্রান্তি হতেই পারে।
এসব ভুলভ্রান্তি শুধরে ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ধানমণ্ডি সোসাইটি সংকল্পবদ্ধ। এরই মধ্যে ধানমণ্ডি সোসাইটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন করেছে। এই সমস্ত প্রতিষ্ঠানে ধানমণ্ডি সোসাইটির সদস্যরা সোসাইটির কার্ড প্রদর্শন করে নির্দিষ্ট হারে ছাড় পাবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকা শহরের এলাকাভিত্তিক অন্যান্য সোসাইটির মতো ধানমণ্ডিবাসীর সার্বিক কল্যাণ সাধনই এই সোসাইটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এই সংগঠনে গণপূর্তের নকশা অনুযায়ী ভৌগলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট করে স্মারকবিধি বা মেমোরেন্ডাম অব আর্টিকেল দ্বারা জয়েন্ট স্টক কম্পানি কর্তৃক পাশ হয়েছে।
যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও প্রিয় বন্ধুবান্ধব যারা এই ভৌগলিক সীমারেখার বাইরে স্থায়ীভাবে বসবাস করেন তাদের এখানে সাধারণ ও আজীবন সদস্য ক্যাটাগরিতে যুক্ত করা সম্ভব হয়নি। তবে ডোনার বা কর্পোরেট ক্যাটাগরিতে যেকোনো এলাকার স্থায়ী বাসিন্দা সদস্য হতে পারবেন। সে ক্ষেত্রে সোসাইটির বাছাই কমিটির ছাড়পত্র পেয়ে সদস্যভুক্ত হতে হবে।