ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ধানমণ্ডি সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধানমণ্ডি সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

ধানমণ্ডি সোসাইটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে সমাজ উন্নয়নে কাজ করা সংগঠনটি।

আজ রবিবার বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধানমণ্ডি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ সদস্যরা।

শুরুতে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর স্বাগত বক্তব্য উপস্থাপনের পর পরই উপস্থিত সকলে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।

জানা যায়, ধানমণ্ডি এলাকার উন্নয়নকল্পে ধানমণ্ডি সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। যার মধ্যে মেডিক্যাল ক্যাম্প, হকার উচ্ছেদ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বিনামূল্যে ওষুধ বিতরণ, রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম অন্যতম।

সংগঠনটি বৃক্ষরোপণ ও সবুজায়ন করে প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি ধানমণ্ডির যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে কার্যকরী সদস্যরা জানান, ধানমণ্ডি সোসাইটি দেরিতে কাজ শুরু করলেও ধানমণ্ডি এলাকায় এটি সমাজ উন্নয়নমূলক একমাত্র রেজিস্টার সংগঠন। এই সংগঠন যেহেতু শিশুর মতো, তাই বিভিন্ন কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, এখনো শতভাগ সফলতা পাওয়া যায়নি কিছু ভুল ভ্রান্তি হতেই পারে।

এসব ভুলভ্রান্তি শুধরে ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ধানমণ্ডি সোসাইটি সংকল্পবদ্ধ। এরই মধ্যে ধানমণ্ডি সোসাইটি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন করেছে। এই সমস্ত প্রতিষ্ঠানে ধানমণ্ডি সোসাইটির সদস্যরা সোসাইটির কার্ড প্রদর্শন করে নির্দিষ্ট হারে ছাড় পাবেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ঢাকা শহরের এলাকাভিত্তিক অন্যান্য সোসাইটির মতো ধানমণ্ডিবাসীর সার্বিক কল্যাণ সাধনই এই সোসাইটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এই সংগঠনে গণপূর্তের  নকশা অনুযায়ী ভৌগলিক সীমারেখা দ্বারা নির্দিষ্ট করে স্মারকবিধি বা মেমোরেন্ডাম অব আর্টিকেল দ্বারা জয়েন্ট স্টক কম্পানি কর্তৃক পাশ হয়েছে।

যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও প্রিয় বন্ধুবান্ধব যারা এই ভৌগলিক সীমারেখার বাইরে স্থায়ীভাবে বসবাস করেন তাদের এখানে সাধারণ ও আজীবন সদস্য ক্যাটাগরিতে যুক্ত করা সম্ভব হয়নি। তবে ডোনার বা কর্পোরেট ক্যাটাগরিতে যেকোনো এলাকার স্থায়ী বাসিন্দা সদস্য হতে পারবেন। সে ক্ষেত্রে সোসাইটির বাছাই কমিটির ছাড়পত্র পেয়ে সদস্যভুক্ত হতে হবে।

মন্তব্য

মিয়ানমারে ১২০ টন ত্রাণ পৌঁছে দিল নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মিয়ানমারে ১২০ টন ত্রাণ পৌঁছে দিল নৌবাহিনী
সংগৃহীত ছবি

বিধ্বংসী ভমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ, চিকিৎসা-সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। 

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াঙ্গুন অঞ্চলের মুখ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরো পড়ুন
চীনে ৮৩৮ ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল বন্ধ

চীনে ৮৩৮ ফ্লাইট বাতিল, ট্রেন চলাচল বন্ধ

 

আইএসপিআর জানায়, ত্রাণ সহায়তা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে ইয়াঙ্গুস্থ বাংলাদেশর কূটনৈতিকবৃন্দ, বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়কসহ সংশ্লিষ্ট সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে মিয়ানমারের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডার ইয়াঙ্গুন কমান্ড, কমান্ডার মায়ানমার নেভাল ট্রেনিং কমান্ড ও কমান্ডার ১ নং ফ্লিট।

আইএসপিআর আরো জানায়, সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্দশা লাঘবে তৃতীয় ধাপে বাংলাদেশ এ সকল ত্রাণসামগ্রী দেশটিতে পাঠায়। বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, বস্ত্রসামগ্রী, কম্বল, তাবু, জরুরি চিকিৎসা-সামগ্রী ও ঔষধসহ প্রায় ১২০ টন ত্রাণ মিয়ানমারের কাছে হস্তান্তর করে।

প্রাকৃতিক দুর্যোগে মিয়ানমারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তথা সশস্ত্র বাহিনী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি মানবিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশ তিন ধাপে মোট ১৫১ মেট্রিক টন ত্রাণ ও মানবিক সহায়তা, উদ্ধার ও চিকিৎসক দল মায়ানমারে পাঠাল।

প্রাসঙ্গিক
মন্তব্য

আলোচিত-১০ (১২ এপ্রিল)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আলোচিত-১০ (১২ এপ্রিল)
ছবি: কালের কণ্ঠ
তিল ধারণের ঠাঁই নেই সোহরাওয়ার্দী উদ্যানে, সড়কেও মিছিলের সারি

তিল ধারণের ঠাঁই নেই সোহরাওয়ার্দী উদ্যানে, সড়কেও মিছিলের সারি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হয়েছে। নির্ধারিত ভেন্যু...

 
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান...

 
চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ

চারুকলায় আগুনে পুড়ল ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা...

 
যাত্রীর চাপে টিকিট ছাড়াই ভ্রমণ চলছে মেট্রো রেলে

যাত্রীর চাপে টিকিট ছাড়াই ভ্রমণ চলছে মেট্রো রেলে

রাজধানীর শাহবাগ স্টেশনে যাত্রীদের চাপে মেট্রো রেলে টিকিট ছাড়াই ভ্রমণ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া...

 
মসজিদের সিন্দুকে ৮ ঘণ্টায় মিলল সাড়ে ৮ কোটি টাকা

পাগলা মসজিদের সিন্দুকে ৮ ঘণ্টায় মিলল সাড়ে ৮ কোটি টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানসিন্দুক খুলে ২৮ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা...

 
আদানির একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

আদানির একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় গত শুক্রবার রাতে।...

 
মিষ্টি কুমড়া চাষ করে লোকসানের মুখে কৃষকরা

মিষ্টি কুমড়া চাষ করে লোকসানের মুখে কৃষক

জালিয়ার হাওরের তিন একর জমিতে মিষ্টি কুমড়া চাষ করে লোকসানের মুখে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর...

 
‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে বৈসাবি উৎসব। আজ শনিবার রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন...

 
‘ওয়াকফ’ আইন নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, গ্রেপ্তার ১১০

‘ওয়াকফ’ আইন নিয়ে উত্তাল মুর্শিদাবাদ, গ্রেপ্তার ১১০

ওয়াকফ (সংশোধনী) আইন পাশের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভারত। ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ...

 
কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান...

 
প্রাসঙ্গিক
মন্তব্য

আদানির একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আদানির একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু
সংগৃহীত ছবি

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় গত শুক্রবার রাতে। এর ১৭ ঘণ্টা পর শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সন্ধ্যা ৭টার দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট। ক্রমান্বয়ে বিদ্যুতের পরিমাণ বাড়বে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যেত। কারিগরি ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে ৮ এপ্রিল। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয় গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে।

এতে দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। পরবর্তীতে আজ সন্ধ্যায় একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি।

জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‌‌ত্রুটি দেখা দেওয়ায় আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘাটতি পূরণে গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ানো হয়।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও বিপিডিবির মধ্যে আলোচনা চলছে। বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় তারা একটি ইউনিটের উৎপাদন চালু করে।

গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ করে বিপিডিবি। গত মার্চে শুরু থেকেই দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ শুরু করে তারা।

পিজিসিবি ও বিপিডিবি সূত্র বলছে, শনিবার ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম আছে। আজ বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা উঠেছে ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট। এ সময় ৪২৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে রবিবার লোডশেডিং আরো বৃদ্ধি পেত। ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহও চেয়েছিল বিপিডিবি।

আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার। ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট আছে এই কেন্দ্রে। এতে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে বিপিডিবি। আদানির সঙ্গে বিপিডিবির চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত একটি কমিটি কাজ করছে।

মন্তব্য

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার
সংগৃহীত ছবি

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন
আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে : ড. ফাহমিদা

আন্দোলনের নামে সহিংসতা-ভাঙচুর হলে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়বে : ড. ফাহমিদা

 

বৈঠকে প্রফেসর আলী রীয়াজ ও ড. বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন। তারা জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট ৮টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। 

তারা আরো জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা তথা সামগ্রিক সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ