<p style="text-align:justify">প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁস করেছে, তাদের ধরা হচ্ছে। আর তাদের মাধ্যমে অনুসন্ধান করে কারা কারা এর সুবিধাভোগী, সেটার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ ঘুষ যে নেয় আর ঘুষ যে দেয়, দুজনেই সমান অপরাধী।’</p> <p style="text-align:justify">রবিবার (১৪ জুলাই) গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।</p> <p style="text-align:justify">সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সময়ে ঢাকা কলেজের একটি বিশেষ কামরা তাদের জন্য রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকে। তখন কোনো উচ্চবাচ্য নেই। প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মগুলো তো তখন থেকেই শুরু।’</p> <p style="text-align:justify">যারা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, খুঁজে বের করা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবস্থা নেবো না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু সেটা খুঁজে দেবে কে? যদি ওরা (প্রশ্নফাঁসকারীরা) বলে যে ওমুকের কাছে বিক্রি করেছিলাম, সেটা প্রমাণ করতে পারলে দেখা যাবে।’<br />  </p>