<p style="text-align:justify">বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। </p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়।</p> <p style="text-align:justify">ভারতীয় হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় ছাত্রদের চলাফেরা এড়াতে এবং বাসস্থানের বাইরে তাদের চলাচল কমাতে পরামর্শ দেওয়া হচ্ছে।  </p> <p style="text-align:justify">কোনো জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।</p> <p style="text-align:justify">ভারতীয় হাইকমিশন, ঢাকা <br /> +880-1937400591 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)</p> <p style="text-align:justify">ভারতের সহকারী হাইকমিশন, চট্টগ্রাম<br /> +880-1814654797 / +880-1814654799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)</p> <p style="text-align:justify">ভারতের সহকারী হাইকমিশন, রাজশাহী<br /> +880-1788148696 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)</p> <p style="text-align:justify">সহকারী ভারতীয় হাইকমিশন, সিলেট<br /> +880-1313076411 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)</p> <p style="text-align:justify">ভারতের সহকারী হাইকমিশন, খুলনা<br /> +880-1812817799 (এ ছাড়া হোয়াটসঅ্যাপে)</p>