<p>স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গতদের জন্য ত্রাণ উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। </p> <p>গতকাল বুধবার (২৮ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান। </p> <p>ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, বন্যার্তদের উপহারের প্যাকেজে ফিলিস্তিনি পতাকা। দুর্গতদের জন্য এই উপহারসামগ্রী পাঠিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বাংলাদেশের তরফ থেকে ফিলিস্তিনের জন্য ভালোবাসা। </p> <p>এদিকে গতকাল লক্ষ্মীপুরের চরকাদিরা ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্রে ১৮৮ বস্তা পশুখাদ্য বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ নিয়ে এবারের বন্যায় মোট ৬৭.৫ টন পশুখাদ্য বিতরণ করেছে সংস্থাটি।</p> <p>এর আগে গত ২৬ আগস্ট চলমান বন্যা পরিস্থিতিতে তিন ধাপে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। পুরো কর্মসূচিতে সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।</p>