<p>সংবিধান সংস্কারে সারা দেশে সব বয়সীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এ জন্য কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ চালানো হবে। এই জরিপে গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সব শ্রেণি-পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।</p> <p>মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732611819-652342394fe14027975ea1cf9a4bcdb0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450811" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো জানান, সংবিধান সংস্কারের বিষয়ে কমিশন ইতোমধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে। এ ছাড়া বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে।</p> <p>সংবিধান সংস্কার বিষয়ক বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছে। এ ছাড়া ২৮টি সংগঠন ও ৪৭ হাজার মানুষ সংস্কার কমিটির কাছে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। সব মতামতই গুরুত্ব দিয়ে পর্যালোচনা শেষে সরকারের কাছে এসংক্রান্ত সুপারিশ তুলে ধরা হবে।</p> <p>উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে ১০টি কমিশন গঠন করলেও হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। গণ-অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের বিদ্যমান সংবিধান সংস্কারের সবচেয়ে বড় দাবি ওঠে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর বাইরেও নাগরিক সমাজ, দেশের সাধারণ নাগরিক কিংবা রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সভা-সমাবেশে নানা ধরনের প্রস্তাবনা তুলে ধরছে।</p>