<p>‘এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছে বাংলাদেশের মানবাধিকার সংস্থা ‘অধিকার’। তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (টিএফডি) গতকাল বুধবার এই ঘোষণা দেয়। হয়রানি, কারাদণ্ড ও নজরদারির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের সমর্থনের জন্য অধিকারকে চলতি বছর এই পুরস্কার দেওয়া হয়েছে। টিএফডি জানিয়েছে, এই পুরস্কারের সঙ্গে সংস্থাটি একটি ট্রফি এবং এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা পাবে।</p> <p>এটি তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরো জোরদার করবে বলে মনে করছে টিএফডি। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, অ্যাডভোকেসি এবং সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ ছাড়াও নাগরিক অধিকার রক্ষা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উন্মোচন করে আসছে।</p>