<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুব এশিয়া কাপ হকিতে ভালো একটা শুরু পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ওমান বরাবরই কঠিন লড়াই উপহার দেয়। দুই দলের রেকর্ডেও একক আধিপত্য নেই কোনো দলের। ওমানের মাঠে সেই ওমানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষেও লড়াইয়ের আশা রাকিবুল হাসানদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাগতিক ওমানকে প্রথম ম্যাচেই পাওয়াটা অস্বস্তিকর ছিল আমাদের জন্য। কারণ ঘরের মাঠে ওরা যেকোনোভাবে জিততে চায়, খুবই আক্রমনণাত্মক থাকে। গতকালের (গত পরশুর) জয়টা তাই স্বস্তির। পরের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান তো অবশ্যই শক্তিশালী। তবে আমরাও লড়াইয়ে পিছিয়ে থাকব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মাসকাট থেকে বলেছেন বাংলাদেশ দলের ম্যানেজার কাওসার আলী। বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও আছে মালয়েশিয়া ও চীন। গতকাল পাকিস্তান ৭-২ গোলে হারিয়েছে চীনকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রুপে অন্তত তৃতীয় হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে গেছেন কোচ মওদুদুর রহমান শুভ। মূল লক্ষ্য আগামী যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। এবার সেরা সাত দলে থাকতে পারলেই সেটি সম্ভব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>