বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক
সংগৃহীত ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তি স্বাক্ষর করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি হোটেলে বিমসটেক মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন চুক্তিটি সই করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বিবৃতিতে বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বিমসটেক এফটিএ-এর কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে আন্ত-আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিসহ বাস্তব এবং ফলাফলভিত্তিক সহযোগিতার ওপর জোর দেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকা ১.২ মিলিয়ন রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং ১.২ মিলিয়ন মিয়ানমারের নাগরিককে অধিকার ও নিরাপত্তাসহ তাদের জমিতে ফিরিয়ে দেওয়ার জন্য মায়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টির উপর জোর দেন।

বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক সামিটের জন্য প্রভিশনাল অ্যাজেন্ডা এবং সামিট ঘোষণার খসড়া চূড়ান্ত করেছেন, যা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া সামিটে বিবেচনা করা হবে।

আরো পড়ুন
ছোট্ট আবিদার শরীর ভেদ করল সন্ত্রাসীদের গুলি, ৩ দিনে ১১ খুন

ছোট্ট আবিদার শরীর ভেদ করল সন্ত্রাসীদের গুলি, ৩ দিনে ১১ খুন

 

ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রিসভার বৈঠক করতে সম্মত হয়েছেন বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা।

২০তম বিমসটেক মন্ত্রিসভার প্রতিবেদন গ্রহণের মধ্য দিয়ে সভা শেষ হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে : আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ।

গাজায় ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চিরতরে এই বর্বরতা বন্ধ হোক, এমন প্রত্যাশা করেছেন তিনি।

আজ রবিবার দুপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক আলোচনাসভায় এ প্রতিবাদ জানান আসিফ মাহমুদ। তিনি গাজার মজলুম জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা এবং সমর্থন জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, "আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।"

গাজার জনগণের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করি, পৃথিবী থেকে সকল মানবতাবিরোধী কার্যক্রম চিরতরে বন্ধ হোক।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখেছি, তা কখনই মেনে নেওয়া উচিত নয়।"

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বক্তব্যে গাজার জনগণের প্রতি বাংলাদেশের একাত্মতা প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে মানবাধিকারের প্রতি আরও গুরুত্বারোপের আহ্বান জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউএনবি
ইউএনবি
শেয়ার
মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানবপাচার সংক্রান্ত বিমসটেকের সাব-গ্রুপের তৃতীয় সভায় উপস্থিত সদস্য রাষ্ট্রগুলোর সদস্যরা। ছবি: সংগৃহীত

মানবপাচার রোধে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। এ বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠাসহ শক্তিশালী আইনি কাঠামো প্রস্তুত করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। 

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানবপাচার সংক্রান্ত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) সাব-গ্রুপের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি।

আরো পড়ুন
৮ দফা দাবিতে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৮ দফা দাবিতে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

 

উপদেষ্টা বলেন, মানবপাচারে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবপাচার মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানবপাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সঙ্গে শনাক্তকরণ ও তাদের চাহিদা মূল্যায়ন করে যথাযথ সেবা দেওয়ার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা তৈরি করা হয়েছে। অনলাইনে তৈরি এই প্লাটফর্মে সেবাদাতাদের সঙ্গে ভুক্তভোগীদের সংযুক্ত করা হবে।

আরো পড়ুন
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

 

পাশাপাশি মানবপাচার সংশ্লিষ্ট বিচারকাজ দ্রুত শেষ করার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিমসটেক জোটের সদস্য দেশগুলোসহ অন্যান্য দেশের সঙ্গে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করার জন্য পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থা আরো বিস্তৃত করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

এ সময় মানবপাচার বন্ধ করতে বিমসটেকের অন্যান্য দেশগুলো যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কিত অভিজ্ঞতা অবগত হয়ে দেশের পাচারাবিরোধী কৌশল আরো শক্তিশালী করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন
বালোচ কর্মীদের আটক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে উদ্বেগ

বালোচ কর্মীদের আটক নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে উদ্বেগ

 

উপদেষ্টা বলেন, পাচার রোধে সরকারের পদক্ষেপগুলো এড়িয়ে চলতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল গ্রহণ করে পাচারকারীরা।

তারা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যকে কাজে লাগায়। এ কাজে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাদের গোপন কার্যকলাপ এগিয়ে নেওয়ার জন্য অভিবাসন রুটগুলোকে কাজে লাগাতে থাকে।

এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে একটি সম্মিলিত ও কৌশলগত কর্মপদ্ধতি প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য ও সেবার বিনিময়ের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম হিসেবে বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আরো পড়ুন
লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

লিখন চরিত্রটা না করতে পারলে আফসোস থেকে যেত: সুনেরাহ

 

তিনি আরো বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রয়াস আমাদের পাচার বিরোধী কৌশলকে আরো শক্তিশালী করতে সক্ষম করবে।

এ সময় আগামী দুই বছরের জন্য বাংলাদেশকে বিমসটেকের সভাপতির দায়িত্ব পালনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বিমসটেকভুক্ত সাত সদস্য দেশের (বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান) মানবপাচার সংক্রান্ত সাব-গ্রপের সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন। 

মন্তব্য

মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিসরে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা চালু

মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) দূতাবাসে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়। মিসরের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ নুরুস ছালাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্টের কয়েকটি আবেদন গ্রহণ করা হয় এবং অনুষ্ঠানের অথিতিরা আবেদনকারীদের হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষকরা, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি কর্মকর্তা, মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।


 

মন্তব্য

শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

দুই দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ রবিবার সকাল ৯টা থেকে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে তাদের এ কর্মসূচি। 

পরিষদ বলছে, তারা ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক বিডিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি) ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে।

 

পরিষদের দুই দফা দাবি হলো, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ–সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া।

এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আজ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পরিষদ।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ