ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

মুশফিকের টি-টোয়েন্টিতে ফেরার দাবিতে ভক্তদের প্রতীকী অনশন (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকের ফিরে আসার জন্য ক্রিকেটপ্রেমীরা দুই দিন যাবৎ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে প্রতীকী অনশন পালন করছেন। এশিয়া কাপে দুই ম্যাচে ৪ রান করা মুশফিকুর রহমান গত রবিবার দেশে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

তবে ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। পরিসংখ্যান বেহাল হলেও মুশফিকের ভক্তরা বলছেন, তিনি এখনো টি-টোয়েন্টি ক্রিকেট ভালো করতে সক্ষম।

ভক্তদের ডাকে সাড়া দিয়ে মুশফিককে ফিরতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে। অনশনের আয়োজক কাজী সাজেদুর রহমান নিজেও একসময় ক্রিকেটার ছিলেন।

সাজেদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘অনশনের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়নি। মুশফিক খুবই আবেগপ্রবণ মানুষ।

হয়তো সে কারণেই সমালোচনার মুখে অবসরে ঘোষণা দিয়েছেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া উচিত। তবে আমরা সবাই মুশফিককে ভালোবেসে অনশন করছি।
যারা এসেছেন, তাঁরা সবাই মুশফিককে ভালোবাসেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
অনুশীলনের পর ম্যাচ বর্জনের হুমকি পারটেক্সের ক্রিকেটারদের
ছবি : মীর ফরিদ

প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।

অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা। 

আরো পড়ুন
পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট পারটেক্সের ক্রিকেটারদের

 

পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন,  ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।

এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি, আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।

‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।   

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।

ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।

মন্তব্য

আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাক্সওয়েলের জরিমানা
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : বিসিসিআই

আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত রাতে পাঞ্জার বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি ঘটে।

আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়। 

চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল। 

পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।

মন্তব্য

ফ্রি-কিক জাদুতে মাতিয়ে রাইস বললেন, ‘এটা এখনও অবিশ্বাস্য!’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফ্রি-কিক জাদুতে মাতিয়ে রাইস বললেন, ‘এটা এখনও অবিশ্বাস্য!’
ডেকলান রাইস। ছবি : এএফপি

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেখা হলো ইউরোপীয় ফুটবলের নতুন ইতিহাস। ডেকলান রাইসের জোড়া গোল আর মিকেল মেরিনোর গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ফ্রি-কিক থেকে জোড়া গোল করে এ ম্যাচে দারুণ এক রেকর্ডের ভাগিদার হলেন রাইস। 

পেশাদার ক্যারিয়ারের ৩৩৮ ম্যাচে এর আগে ১২ বার ফ্রি-কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস।

কিন্তু কখনো জালের দেখা না পাওয়া রাইস ৩৩৯তম ম্যাচে এসে একসাথে করে ফেললেন দুইটি। আর তাতেই বনে গেলেন চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে এক ম্যাচে দুই ফ্রি-কিক গোল করা প্রথম খেলোয়াড়। 

ম্যাচের ৫৮ মিনিটে প্রায় ৩০ গজ দূরে ফ্রি–কিক পায় আর্সেনাল। রাইস কোনাকুনি এসে ডান পায়ের শটটি যখন নিলেন, বাঁকানো শটে বল জড়িয়ে যায় জালে।

যেন কিছুই করার নেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার। 

রাইসের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার—২৫ গজ দূর থেকে নেওয়া ফি-কিকটি উপরের কোণে জালের খাঁজে বল ঢুকতেই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কোচ মিকেল আর্তেতা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন। স্ট্যান্ডে বসে থাকা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লেজেন্ড রবার্তো কার্লোসও মুখ ভার করে তাকিয়ে ছিলেন।

ম্যাচ শেষে রাইস আমাজন প্রাইমকে বলেছেন, ‘আমি জানি না এই ঘোর কাটবে কি না।

ফ্রি–কিক থেকে প্রথম গোল করা ম্যাচটি এমনিতেই বিশেষ কিছু। দ্বিতীয়টি যখন পেলাম...আত্মবিশ্বাস ছিল। সত্যি বলতে, আমি ভাষাহীন। এটা ঐতিহাসিক রাত।’

রাইস  প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে এক ম্যাচে দুটি ফ্রি-কিক থেকে গোল করেন।

এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সেসব নকআউট ম্যাচ ছিল না।

মন্তব্য

ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল
গাজি সোহেল।

তামিম ইকবালের ঘটনার রেশ না কাটতে এবার বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করার সময় অস্বস্তি নিয়ে উঠে যান তিনি।

ম্যাচ রেফারি দেবব্রত পলকে ফোনে পাওয়া না গেলেও আম্পায়ার্স কমিটির এক সদস্য বলেন, ‘গাজীর ম্যাচ চলার সময় অস্বস্তি লাগছিল। এজন্য সে উঠে আসে।

পরে রক্তচাপ পরীক্ষা করলে সেটা স্বাভাবিক পাওয়া যায়, হৃদস্পন্দনটা বেশি ছিল। এজন্য তাকে বিকেএসপির মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বিশ্রামম নিচ্ছে। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার শফিকউল্লাহ আহমেদ মাঠের দায়িত্ব পালন করছে।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয় তামিমকে। এখন কিছুটা স্বভাবিক হয়ে বর্তমানে চেকআপের জন্য আছেন সিঙ্গাপুরে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ