<p>দ্বিতীয় ইনিংস আরেকটু বড় করতে না পারার আক্ষেপ করতেই পারে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ক্যারিবিয়ান ব্যাটারদের এই আক্ষেপ ঘুচিয়ে দিতে পারেন বোলাররা। সে জন্য আগামীকাল চতুর্থ দিন ১৫৬ রানের ভেতর অস্ট্রেলিয়ার বাকি ৮ উইকেট তুলে নিতে হবে।</p> <p>১ উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এখান থেকে ডানা মেলতে পারেননি বাকি ব্যাটাররা। আর মাত্র ১৮০ রান যোগ করে শেষ ৯ উইকেট হারায় সফরকারীরা। সর্বোচ্চ ৪১ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। এ ছাড়া শুরু করেও ইনিংস বড় করতে পারেননি অ্যালিক আথানাজে, কেভাম হজ ও জাস্টিন গ্রেভস। আথানাজে ৩৫, হজ ২৯ ও গ্রেভস ৩৩ রান করে আউট হন।</p> <p>তিনটি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচ জেতার জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৬ রান।</p> <p>অজিরা ২ উইকেটে ৬০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। আউট হয়েছেন উসমান খাজা (১০) ও মারনাশ লাবুশেন (৫)। স্টিভ স্মিথ ৩৩ ও ক্যামেরন গ্রিন ৯ রান করে অপরাজিত আছেন। জিততে হলে আরো ১৫৬ রান প্রয়োজন অজিদের।</p>